ETV Bharat / entertainment

বাতিল মলদ্বীপের টিকিট, বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রীর প্রিয় লাক্ষাদ্বীপেই যাচ্ছেন নাগার্জুনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 1:25 PM IST

Etv Bharat
মলদ্বীপ যাবেন না নাগার্জুনা

Boycott Maldives: বলিউড তারকাদের পর এবার দক্ষিণী তারকা নাগার্জুনা এগিয়ে এলেন লাক্ষাদ্বীপ ভ্রমণের প্রচারে ৷ জানালেন, মলদ্বীপ ট্যুর বাতিল করে তিনি বেড়াতে যাচ্ছেন মোদির পছন্দের জায়গায় ৷

হায়দরাবাদ, 15 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবেদনে সাড়া দিলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুনা ৷ জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মলদ্বীপ ভ্রমণের টিকিট বাতিল করলেন অভিনেতা, পরিবর্তে লাক্ষাদ্বীপে ঘুরতে যাচ্ছেন তিনি ৷ সম্প্রতি পর্যটনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফরকে কটাক্ষ করেন মলদ্বীপের কতিপয় মন্ত্রী ৷ তাদের অপমানজনক মন্তব্যের পর জটিল হয়ে ওঠে পরিস্থিতি ৷ দেশের সম্মানরক্ষার্থে প্রতিবাদে সরব হন তারকারাও ৷ পাশাপাশি মলদ্বীপ বয়কটের ডাক দেয় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থাও ৷

পরিপ্রেক্ষিতে তেলুগু ফিল্ম প্রডিউসারস কাউন্সিলের একটি অনুষ্ঠানে নাগার্জুনা তাঁর পরিকল্পনার কথা জানান গীতিকার চন্দ্রাবোস ও এমএম কীরাবানিকে ৷ তিনি বলেন, "আমি টানা 75 দিন ধরে রিয়েলিটি শো বিগ বস ও না সামি রাঙ্গার ছবির শুটিং করে চলেছি ৷ আমি টিকিট বাতিল করেছি এবং পরিকল্পনা করেছি আগামী কিছুদিনের মধ্যেই লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার ৷ আমি মলদ্বীপের টিকিট ভয় বা অন্য কোনও কারণে টিকিট বাতিল করিনি ৷ আমি টিকিট বাতিল করেছি কারণ তা অস্বাস্থ্যকর বলে ৷"

তিনি আরও বলেন, "সেখানকার মন্ত্রীরা যা বলেছেন বা যা স্টেটমেন্ট দিয়েছেন তা মোটেও স্বাস্থ্যকর নয় ৷ তাঁরা বিরূপ মন্তব্য করেছেন আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে ৷ যেটা ঠিক নয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 1.5 বিলিয়ন মানুষকে দিশা দেখাচ্ছেন ৷ পরিবর্তে তিনি যে ধরনের ব্যবহার পেয়েছেন তা মোটেও গ্রহণযোগ্য নয় ৷ এর পরিণতি তাদেরও ভুগতে হবে ৷ প্রত্যেক কাজের একটা প্রতিক্রিয়াও থাকে ৷"

  • Thank you star maa , Endemol shine and of course my dear housemates for these incredible record breaking numbers !!🔥🔥
    this would not have been possible without you… what a nice way to end this year!! Na samiranga😊🙏 https://t.co/aWrQv1PVND

    — Nagarjuna Akkineni (@iamnagarjuna) December 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরও জানান, লাক্ষাদ্বীপের বনগারাম দ্বীপে খুব শীঘ্রই তিনি যাবেন ৷ তিনি অস্কারজয়ী সুরকার এমএম কীরাবানিকে লাক্ষাদ্বীপ ভ্রমণে যাওয়ার জন্য বলেন ৷ উল্লেখ্য, বলিউড তারকাদের পর বিজ্ঞপ্তি জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার তরফে মলদ্বীপ বয়কটের কথা জানানো হয় ৷ মলদ্বীপে শুধু বেড়াতে যাওয়া নয়, সমস্তরকম শুটিং সেখানে বন্ধ করার অনুরোধ জানানো হয় প্রযোজকদের ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রতি ভালোবাসা ও এখানকার সংস্কৃতিকে মাথায় রেখে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংস্থার সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে মলদ্বীপে সমস্ত রকম শুটিংয়ের কাজ বন্ধ করা হবে ৷ তার বদলে ভারতের কোনও লোকেশনে শুটিং করা হবে ৷ এখানকার পর্যটন শিল্পকে আরও উন্নত করা হবে ৷

আরও পড়ুন:

1. 'বয়কট মলদ্বীপ', এবার প্রযোজকদের শ্যুটিং বুকিং বাতিল করার আবেদন সিনে এমপ্লয়িজদের

2. ভারতীয় পর্যটক না-এলে ধুঁকবে ব্যবসা, মেনে নিল মলদ্বীপ পর্যটন-মহল

3. 'ঘুরে দেখো নিজের দেশ', মোদির পর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে নেট পাড়ায় সরব তারকারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.