ETV Bharat / entertainment

Naatu Naatu: 'নাতু নাতু'র তালে মেতে উঠল টেসলাও, দেখুন ভিডিয়ো

author img

By

Published : Mar 20, 2023, 10:45 PM IST

Naatu Naatu
নাতু নাতু গানের তালে জ্বলল নিভল টেসলার আলো

'নাতু নাতু' গানের তালে তালে জ্বলল নিভল সারি বেঁধে দাঁড়িয়ে থাকা একগুচ্ছ টেসলা গাড়ির আলো (Tesla cars sync light with Naatu naatu beats ) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো ৷

হায়দরবাদ, 20 মার্চ: গোল্ডেন গ্লোবসের পর অস্কার পুরস্কারও এসেছে ঝুলিতে ৷ আর তারপর থেকে স্বাভাবিকভাবেই আরও তীব্র হয়েছে 'নাতু নাতু' নিয়ে অনুরাগীদের আবেগ ৷ যত দিন যাচ্ছে এই গান নিয়ে আবেগ যে আরও বাড়ছে তার প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ৷ 'নাতু নাতু'র সুরে তাল মেলাতে দেখা গেল টেসলাকেও ৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে সারি সারি টেসলা গাড়ির আলো একইসঙ্গে জ্বলছে এবং নিভছে 'নাতু নাতু' গানের তালে তালে ৷

এই ভিডিয়োটি সামনে এসেছে নিউ জার্সি থেকে ৷ 'আরআরআর' ছবির টিম তাঁদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি শেয়ার করে লিখেছে, ' নিউজার্সিতে অস্কার জয়ী গান 'নাতু নাতু'র তালে তালে টেসলার আলো জ্বলছে এবং নিভছে ৷ 'আরআরআর' ছবিকে এতো ভালোবাসা দেওয়ার জন্য় টেসলা মোটরসকে ধন্যবাদ (Tesla cars sync light with Naatu naatu beats)৷'

'নাতু নাতু' গানটি এখন গোটা ভারতবর্ষের গর্বের কারণ হয়ে উঠেছে ৷ এই প্রথম কোনও ভারতীয় গান সেরা মৌলিক গান হিসাবে গোল্ডেন গ্লোবস এবং অস্কার দু'টি পুরস্কারই জিতে নিয়েছে ৷ সুরকার এমএম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের পরিশ্রমের ফল ফলেছে অস্কারের মঞ্চে ৷ 95তম অ্যাকাডমি পুরস্কারের মঞ্চে সম্মানিত হয়েছে এই গান ৷ অবশ্য়ই বলতে হবে রাহুল শিপলিগঞ্জ এবং কালা ভৈরবের কথা যাঁরা কণ্ঠ দিয়েছেন এই বিশেষ গানটিতে ৷

আরও পড়ুন: আল্লুর জন্মদিনেই কি আসছে 'পুষ্পা 2' র টিজার ? আভাস তেমনই

এই গানের সুর এমনই শুনতে শুনতে যে কারোর পা দুলে উঠবে সুরের তালে তালে ৷ তবে শুধু ভারতীয় অনুরাগীরাই নয় এবার টেসলাও যে এই গানে নেচে উঠল তার প্রমাণ মিলল সোমবার ৷ রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিটি গতবছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল তুলেছিল ৷ এই ছবি বিশ্বব্যাপী আয়ের নিরিখে প্রায় 1200 কোটি টাকা ঘরে তোলে ৷ আর একইভাবে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে রাজামৌলির এই ব্লক বাস্টার ৷ বিদেশের মাটিতে ক্রিটিক চয়েস পুরস্কারও জিতে নিয়েছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.