ETV Bharat / entertainment

Fermani Naaz New Song: শিব ভজন গেয়ে কট্টরপন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

author img

By

Published : Aug 2, 2022, 5:32 PM IST

Fermani Naaz New Song
শিব ভজন গেয়ে কট্টর পন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

শিবের ভজন গেয়ে কট্টরপন্থীদের ট্রোলের শিকার হতে হল ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা ফরমানি নাজকে ৷ ইতিমধ্যেই তাঁর এই ভিডিয়োটি দেখে ফেলেছেন প্রায় 90 লক্ষ মানুষ (Muslim singer Fermani Sang Bhajan) ৷

মুজফফরনগর, 2 অগস্ট: প্রাক্তন ইন্ডিয়ান আইডল খ্যাত ইউটিউব গায়ক ফরমানি নাজকে এবার পড়তে হল বিতর্কের মুখে ৷ ইউটিউবে এই গায়িকা সম্প্রতি একটি শিবের ভজন গেয়েছিলেন ৷ যা নিয়েই শুরু হয় বিতর্ক ৷ কারণ উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার খাতলি থানার মহম্মদপুর গ্রামের বাসিন্দা ফরমানির ধর্মে মুসলিম (Muslim singer Fermani Sang Bhajan) !

আর সেই কারণে তাঁর এই ভিডিয়ো চূড়ান্ত ভাইরাল হওয়ার পর একদিকে যেমন মানুষের ভালোবাসা কুড়িয়েছে তেমনই আবার রোষের মুখেও পরতে হয়েছে তাঁকে ৷ ইতিমধ্যেই তাঁর এই ভিডিয়োটি দেখে ফেলেছেন প্রায় 90 লক্ষ মানুষ ৷ এর আগে 'চোকা চোলা' গেয়েও বেশ জনপ্রিয়তা পান এই গায়িকা ৷ ট্রোলের শিকার হওয়ার পর এই বিষয়ে ইটিভি ভারতের কাছে মুখ খুলেছেন ফরমানি ৷ তাঁর স্পষ্ট দাবি "শিল্পীর কোনও ধর্ম নেই ৷" তিনি যেমন ভজন গেয়েছেন তেমন কাওয়ালিও গেয়ে দর্শকের মন মাতানোর চেষ্টা করেন ৷ বিখ্যাত গায়ক মহম্মদ রফিও তো ভজন গেয়েছেন সেই কথাও তুলে আনেন তিনি ৷

শিব ভজন গেয়ে কট্টর পন্থীদের ট্রোলের শিকার ইন্ডিয়ান আইডল খ্য়াত মুসলিম গায়িকা

আরও পড়ুন: ভাইঝির মৃত্যুতে ভেঙে পড়লেন দিয়া, আবেগি পোস্টে চোখে জল নেটপাড়ার

সাহিত্যিক বা শিল্পীদের কাছে ধর্মের থেকে বরাবরই বড় হয়ে উঠেছে মানুষ ৷ গান কোনওদিন দেশ-কাল বা ধর্মের গণ্ডি মানেনি ৷ তাই কাজী নজরুল ইসলাম রচনা করেছেন শ্য়ামা সঙ্গীত ৷ আবার বহু হিন্দু গায়ক হয়ে উঠেছেন গজল সম্রাট ৷ তবে সকলে যে এভাবে ভাবেন তা তো নয় ! আর তাই কড়া আক্রমণের শিকার হতে হচ্ছে গায়িকাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.