ETV Bharat / entertainment

বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত দেবপ্রতীমের ছবি 'আবার আসিব ফিরে', তালিকায় স্বস্তিকার 'বিজয়ার পরে'

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 8:25 PM IST

Etv Bharat
বেঙ্গলি প্যানোরমা বিভাগে বাংলা ছবির তালিকা

29th KIFF 2023: প্রতি বছরের মতো এই বছরও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ বাংলা কোন কোন ছবি দেখানো হবে কোথায় এবং কবে, দেখে নিন এক ঝলকে ৷

কলকাতা, 2 ডিসেম্বর: 5 ডিসেম্বর শুরু হতে চলেছে 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। চলবে 12 ডিসেম্বর অবধি। এই বছরের সিনে উৎসব বেঙ্গলি প্যানোরমা বিভাগে স্থান পেয়েছে সাতটি ছবি ৷ যার মধ্যে রয়েছে দেবপ্রতীম দাশগুপ্ত পরিচালিত 'আবার আসিব ফিরে'।

পরিচালক দেবপ্রতীম ইটিভি ভারতকে বলেন, "অনেক প্রতিকূলতা সামলে তৈরি করেছি এই ছবি। বহু অভিনেতা, গায়ক বিনে পয়সায় কাজ করেছেন এই ছবিতে ৷ পশ্চিমবঙ্গের সংস্কৃতি চেনানোর গল্প নিয়ে এই ছবি ৷ মুর্শিদাবাদে গিয়ে শুটিং করার কথা ছিল। একজন মারা যাওয়ার কারণে সেটা সম্ভব হয় না। ফলে, পুরো স্ক্রিপ্ট পরিবর্তন করতে হয়। নানা কারণে বারবার স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে। অনেকদিন শুটিং বন্ধ রাখতে হয়েছে। গত বছর অক্টোবর মাস থেকে শুরু হয় এই ছবির কাজ। শেষ হল এই ক'দিন আগে। আর শেষ হওয়ার পরেই নিজের শহরে দেখানো হবে ছবিটা। তাই আমি খুশি তো বটেই। এটা একটা সমষ্টিগত জয় আমাদের। সকলের পরিশ্রমের আর অপেক্ষার জয়।"

তিনি আরও বলেন, "অন্য আরও চলচ্চিত্র উৎসবে পাঠানোর পর ছবিটা সিনেমা হলে মুক্তি পাবে। এই ছবিতে প্রেমের অশ্লীল দৃশ্য নেই, নেই মারপিট। নির্ভেজাল গান শোনার আনন্দ আছে।" ছবিটি দেখানো হবে 11 ডিসেম্বর সন্ধে সাড়ে 6টায় রবীন্দ্র সদনে এবং 12 ডিসেম্বর নজরুল তীর্থ 2-এ দুপুর 2টো'র শোয়ে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তুলিকা বসু, শঙ্কর দেবনাথ, রিয়াঙ্কা রায় প্রমুখ।

এছাড়াও তালিকায় রয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির পরিচালনায় 'মন পতঙ্গ'। এই পরিচালক জুটির 'কালকক্ষ' পেয়েছে জাতীয় পুরস্কার। সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, নবাগত শুভংকর মোহান্ত, বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায়-সহ আরও অনেক চেনা মুখ রয়েছে 'মন পতঙ্গ' ছবিতে। 'মন পতঙ্গ' জীবন ভিত্তিক, প্রাণবন্ত এবং আকাঙ্ক্ষার আখ্যান। ওড়ার, পোড়ার এবং চিতাভস্ম থেকে আগুন হয়ে ফিরে আসার গল্প বলে 'মন পতঙ্গ'। ছবিটি দেখানো হবে 6 ডিসেম্বর সন্ধে সাড়ে 6টায় রবীন্দ্র সদন এবং 10 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থ 2-এ।

এছাড়াও রয়েছে অভিজিৎ শ্রীদাসের 'বিজয়ার পরে'। 7 ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে 6টায়, 9 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থ 2-এ দেখানো হবে এই ছবি। স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শংকর, দীপঙ্কর দে, মীরের মতো মাল্টিস্টার কাস্ট নিয়ে তৈরি ছবি 'বিজয়ার পরে' দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। রাজদীপ ঘোষ পরিচালিত 'বনবিবি' দেখানো হবে 8 ডিসেম্বর সন্ধে সাড়ে 6টায় রবীন্দ্র সদনে এবং 11 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থ 2-এ।

অমর্ত্য সিনহার 'অসম্পূর্ণ' দেখানো হবে 7 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থ 2-এ। 10 ডিসেম্বর এই ছবি দেখানো হবে রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে 6টায়। রাজেশ রায়ের 'মাতৃপক্ষ' দেখানো হবে 6 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থ 2-এ। 9 ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে 6টায়। আনিসুলের পরিচালনায় 'অনাথ' দেখানো হবে 7 ডিসেম্বর দুপুর 2টোয় নজরুল তীর্থ 2-এ এবং 10 ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে 6টায়।

আরও পড়ুন:

1. সিনেমায় সচেতনতার বার্তা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাঁচটি পরিবেশ বিষয়ক ছবি

2. জন্মশতবর্ষে স্মরণ 'এভারগ্রিন' দেব আনন্দকে, কিফে জায়গা পেল অভিনেতার সেরা 7 ছবি

3. পিঠের চোটে কাবু আল্লু অর্জুন, মাধপথে বন্ধ 'পুষ্পা 2' ছবির শুটিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.