ETV Bharat / entertainment

Keeravaani at Oscars: অস্কারের মঞ্চে উত্তেজনায় শ্বাসকষ্ট, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন কীরাবাণী

author img

By

Published : Mar 25, 2023, 8:24 PM IST

Etv Bharat
অস্কারের মঞ্চে কেমন অনুভূতি, জানালেন কীরাবাণী

সেরা মৌলিক গান হিসাবে সুরকার এমএম কীরাবাণী (MM Keeravaani)-র 'নাতু নাতু' (Naatu Naatu) ও বেস্ট ডকুমেন্টরি শর্ট ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পড়েছে অস্কার (95th Academy Awards) জয়ের মুকুট ৷ বিশ্ব মঞ্চে এই সম্মান জেতার পর স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ধরে রাখেতে পারেননি কেউই ৷ সম্প্রতি এক সাক্ষাভকারে সেই মুহূর্তের কথা জানিয়েছেন সুরকার এমএম কীরাবাণী ৷

হায়দরাবাদ, 25 মার্চ: বিদেশের মাটিতে ভারতীয় ছবির বিজয় পতাকা উড়িয়েছে এসএস রাজামৌলি-র 'আরআরআর' ও কার্তিকী গনসালভিস-র 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। সেরা মৌলিক গান হিসাবে সুরকার এমএম কীরাবাণী (MM Keeravaani)-র 'নাতু নাতু' (Naatu Naatu) ও বেস্ট ডকুমেন্টরি শর্ট ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' পড়েছে অস্কার (95th Academy Awards) জয়ের মুকুট ৷ বিশ্ব মঞ্চে এই সম্মান জেতার পর স্বাভাবিক ভাবে উচ্ছ্বাস ধরে রাখেতে পারেননি কেউই ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানিয়েছেন সুরকার এমএম কীরাবাণী ৷

প্রতিটা মানুষের আনন্দ-অনুভূতি ভাগ করে নেওয়ার অভিব্যক্তি আলাদা ৷ অতিরিক্ত আনন্দ যেমন চোখে জল আনে আবার অনেক সময় বিপদের কারণও হয়ে দাঁড়ায় ৷ যেমনটা হয়েছিল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-ছবির প্রযোজক গুণিত মোঙ্গার ক্ষেত্রে ৷ অস্কার পুরস্কার জেতার পর তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে ৷ কেন ? এক সাক্ষাৎকারে খোলসা করেছেন সুরকার কীরাবাণী ৷

  • My heart is full of love and excitement, most of it imbibed from everyone in India cheering for our win.

    So grateful to the visionary filmmaker @EarthSpectrum and to @netflix who gave us the biggest stage in the world. This is for my beautiful, diverse country, India. #Oscar pic.twitter.com/yq6bur69LH

    — Guneet Monga (@guneetm) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কীরাবাণী সাক্ষাৎকারে বলেছেন, "মহাজাগতিক শক্তির কাছে আমি প্রার্থনা করছিলাম ৷ তাই যখন অস্কার অ্যানাউন্স হয় আমি উত্তেজিত হয়ে পড়েনি ৷ তবে হ্যাঁ, রোমাঞ্চ অনুভব করেছিলাম ৷ তবে, প্রযোজক গুণিত মোঙ্গার ক্ষেত্রে বিষয়টা একবারে অন্যরকম ছিল ৷ পুরস্কার ঘোষণার পরে মঞ্চে তাঁকে বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি ৷ তিনি উত্তেজনায় শ্বাস নিতে পারছিলেন না ৷ ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷"

আরও পড়ুন: 'দ্য় ক্রু'-র শ্যুটিং শুরু করলেন করিনা-কৃতি

এর আগে সাংবাদিক প্রশ্নের উত্তরে গুণিত মোঙ্গা বলেছিলেন কীভাবে অস্কারের মঞ্চে বক্তব্য রাখার সময় বার বার বাধাপ্রাপ্ত হয়েছেন ৷ তিনি বলেছিলেন," আমি প্রচণ্ড চমকে গিয়েছিলাম যখন মঞ্চে আমার স্পিচ দেওয়ার আগেই মিউজিক বাজানো হয়েছিল ৷ আমি মঞ্চে যখন বলছিলাম, এটা ভারতীয় প্রযোজনা সংস্থার প্রথম অস্কার তখন সকলে হাততালি দিচ্ছেলেন ৷ এতবড় মঞ্চে আমার আরও কিছু বলার ছিল ৷ কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি ৷ এতে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম ৷ বাকি যা বলার তা ব্যাকস্টেজে গিয়ে সাংবাদিকদের বলার অনুমতি দিয়েছিলেন ৷ এটা অভদ্রতার পরিচয় ৷" প্রসঙ্গত, এসএস রাজামৌলির 'আরআরআর'-এর 'নাতু নাতু' সেরা গান বিভাগে অস্কার জিতেছে। এই বিভাগের অন্যান্য মনোনয়নগুলি ছিল -অ্যাপলস, হোল্ড মাই হ্যান্ড, লিফট মি আপ এবং দিস ইজ আ লাইফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.