ETV Bharat / entertainment

Miss Universe Age Limit Rule: মিস ইউনিভার্স খেতাব পেতে আর কাঁটা নয় বয়স! যোগ্যতাই হবে শেষ কথা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 5:47 PM IST

Miss Universe New Rule: মিস ইউনির্ভাস খেতাব জয়ের স্বপ্নের পথে আর বাধা হয়ে দাঁড়াবে না বয়স ৷ নিউ ইয়র্ক ফ্যাশন সপ্তাহ চলাকালীন সামনে এল এমনই ঘোষণা ৷ এবার যে কোনও বয়সের নারীই হতে পারবেন বিশ্ব সুন্দরী ৷

Miss Universe Age Limit Rule
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নিয়মবদল

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: বিশ্ব সুন্দরী হওয়ার ক্ষেত্রে এতদিন বড় বাধা ছিল সঠিক বয়স । কারণ এতদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে বয়সসীমা ছিল 18-28 বছর ৷ অর্থাৎ যোগ্য মহিলারাও হয়তো বয়সের কারণে প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না ৷ তবে এখন আর সেই বাধা রইল না ৷ সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশন সপ্তাহে ট্যানার ফ্লেচারের শো চলাকালীন এই খবরটি ঘোষণা করা হয় ৷

অর্থাৎ এবার থেকে যে কোনও বয়সের মহিলারাই অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায় ৷ বয়স আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না ৷ ঠিক যেমন জাতি, ধর্ম কিংবা গায়ের রং নিয়ে কোনও বিভেদ নেই এই প্রতিযোগিতায় ৷ কোনও নারীর গায়ের রং যে রকমই হোক না কেন তাঁকে সৌন্দর্যের পরিমাপক হিসাবে এই প্রতিযোগিতায় মান্যতা দেওয়া হয় না ৷ ঠিক একইভাবে এবার উঠে গেল বয়স সংক্রান্ত বিধি নিষেধ ৷

তাই এখন থেকে যে কোনও বয়সের মহিলাই যোগ্যতার বলেই মাথাতেই বিশ্ব সুন্দরীর মুকুট তুলতে পারবেন ৷ শুধু তাঁকে প্রমাণ করতে হবে তিনিই সেরা বিদুষী ৷ এই নিয়ম কার্যকর হতে চলেছে আগামী বছর ৷ আজ নিশ্চয়ই ফিরে দেখতে ইচ্ছা করছে সবচেয়ে বেশি বয়সি মিস ইউনিভার্স কে ৷ সেই সুন্দরী 'বিশ্ব সুন্দরী'র মুকুট জিতে নিয়েছিলেন গত বছরই ৷ মার্কিন কন্য়া আর'বনি গ্যাব্রিয়াল খেতাব জিতে নেন নির্ধারিত বয়সের শেষ সীমায় এসে ৷ তাঁর বয়স তখন ছিল 28 বছর ৷ অর্থাৎ আর এক বছর পর হলে প্রতিযোগিতায় অংশই নিতে পারতেন না তিনি ৷

আরও পড়ুন: 'এক খামখেয়ালি মানুুষের সিদ্ধান্ত গোটা দেশকে ভোগাচ্ছে ', ইন্ডিয়া ভারত বিতর্কে কটাক্ষ অনুরাগের

ভারতের হয়ে সর্বপ্রথম বিশ্ব সুন্দরীর মুকুট জিতে নেন সুস্মিতা সেন ৷ 1994 সালে মাত্র 19 বছর বয়সে বিশ্বজয় করেছিলেন তিনি ৷ এরপর 2000 সালে এই খেতাব জিতে নেন লারা দত্ত ৷ তিনি মুকুট জেতেন 22 বছর বয়সে ৷ আর 2021 সালে বিশ্ব সুন্দরী নির্বাচিত হন হরনাজ সান্ধু ৷ তাঁর বয়স তখন ছিল 21 বছর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.