ETV Bharat / entertainment

Mimi on Marriage: 'কেন বিয়ে করব?', ফ্যানের প্রশ্নে অকপট মিমি

author img

By

Published : Jul 4, 2023, 10:41 AM IST

কেন বিয়ে করতে হবে? ফ্যানেদের বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথাই বললেন টলি-সুন্দরী ৷ এদিন আরও বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিতে দেখা গেল সাংসদকে ৷

mimi chakraborty Opens up About Her Marriage Plans
ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অকপট মিমি

কলকাতা, 4 জুলাই: বলিউড হোক বা টলিউড, ফ্যানেদের সঙ্গে সেলেবদের প্রশ্নোত্তর পর্ব এখন সোশাল মিডিয়ার নয়া ট্রেন্ড ৷ শাহরুখ খান থেকে বাংলার যশ দাশগুপ্ত পর্যন্ত সকলে এমনই প্রশ্নোত্তর পর্বে ফ্যানেদের কৌতুহল নিরসন করে থাকেন ৷ সোমবার একই কর্মকাণ্ডের আয়োজন করলেন মিমি চক্রবর্তীও ৷ নায়িকা প্রথমেই জানান পছন্দ মতো দশটি প্রশ্নের উত্তর দেবেন ৷ আর সেইসব প্রশ্নে উঠে এল তাঁর স্কিন কেয়ার রুটিন থেকে শুরু করে বিয়ে-সহ বিভিন্ন বিষয় ৷ আর সমস্ত প্রশ্নের জবাব কার্যত সোজা ব্যাটেই দিলেন অভিনেত্রী ৷

ঠিক যেমন একজন অনুরাগী প্রশ্ন করেন, "আপনার গলায় আবার রবীন্দ্রসঙ্গীত কবে শুনতে পাব?" মিমি জানান, বর্ষা শেষ হলে তাঁর কণ্ঠে আবার রবীন্দ্রসঙ্গীত শোনার আশার রাখতে পারেন ভক্তরা ৷ কেউ আবার লেখেন, "কোন খাবার রান্না করতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন?" এর উত্তর একটু মজা করেই দিয়েছেন অভিনেত্রী ৷ তিনি লিখেছেন, "আমি ধন্য় আমার চারপাশে এমন কিছু মানুষদের পেয়ে যাঁরা সত্যিই দারুণ রান্না করেন ৷ রান্না আমার জন্য় অনেকটা রকেট সায়েন্স-এরই মতো ৷ আমি শুধু জানি কেমন করে খেতে হয় ৷"

mimi chakraborty Opens up About Her Marriage Plans
সোমবার ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দিলেন মিমি

কেউ আবার জানতে চেয়েছেন, "আপনার গ্য়ালারির শেষ ছবি কোনটা?" উত্তরে দু'টি কুকুরের একটি দারুণ ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ নায়িকার কুকুরের প্রতি ভালোবাসার কথা আজ সর্বজনবিদিত ৷ অন্য়দিকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন তুলতে ভোলেননি অনুরাগীরা ৷ তাঁদের প্রিয় 'মিমিদিদি' কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানার কৌতুহলী অনেকেই ৷ জবাবটা একেবারে হাসির ছলে ছোট্ট করে দিয়েছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন, "কী জন্য?" সঙ্গে একটি হাসির ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷

আরও পড়ুন: ত্রিকোন প্রেমের ফাঁদে পরম আবির, মুক্তি পেল 'বিয়ে বিভ্রাট' এর ট্রেলার

তাঁর এই প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন এসেছিল ফিটনেস নিয়েও ৷ মিমি কীভাবে জিমে ঘাম ঝড়ান তা জানান সকলেই ৷ কেউ একজন এ প্রশ্নও তোলেন, "আপনার মতো রোগা থাকার উপায় কী?" তিনি জানান কঠিন পরিশ্রমের কোনও বিকল্প নেই ৷ তাঁকেও এই সবকিছু সামলাতে ভীষণ কঠিন পরিশ্রম করতে হয়েছে ৷ অনেকেই মনে করেন তার জন্য় পুরো বিষয়টি খুব সহজ কিন্তু তা নয় ৷ এদিন নায়িকা জানান, সঠিকভাবে পরিশ্রম করা, ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া আর খাবার ও অন্য় বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারলে শরীরকে ফিট রাখা সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.