ETV Bharat / entertainment

New Bengali Serial: একসঙ্গে মানালি, স্নেহা ও বাসবদত্তা, ছোটপর্দায় আসছেন তিন কন্যে

author img

By

Published : Jun 2, 2023, 7:01 PM IST

Updated : Jun 2, 2023, 7:44 PM IST

মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, ও বাসবদত্তা অভিনীত নতুন ধারাবাহিক আসতে চলেছে ৷ খুব শীঘ্রই শুরু হবে সিরিয়ালের শ্যুটিং ৷ এইসব নারী চরিত্রের বিপরীতে আর কারা মুখ্য চরিত্রে রয়েছেন তা এখনও খোলসা হয়নি ৷

Etv Bharat
মানালি , স্নেহা, বাসবদত্তা একসঙ্গে ছোটপর্দায়

কলকাতা, 2 জুন: ছোটপর্দায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক । নাম না জানা গেলেও টলিউডের তিন প্রথম সারির নায়িকাকে এবার দর্শক পাবেন একসঙ্গে ৷ মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, ও বাসবদত্তা চট্টোপাধ্যায় ৷ এই তিন কন্যা এবার পর্দা কাঁপাবেন একইসঙ্গে ৷ চেনা ধারাবাহিকের ছন্দে তিন তারকাই বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছেন অনেকদিন আগেই ৷ এবার নতুন একটি ধারাবাহিকে তাঁদেরকে পর্দায় দেখা যাবে একসঙ্গে ৷

মানালি দে, বাসবদত্তা চট্টোপাধ্যায় ও স্নেহা চট্টোপাধ্যায়ের মতো তারকা কেউ বড় পর্দায়, কেউ ছোট পর্দায় আবার কেউ বা ওয়েব দুনিয়ায় স্বাক্ষর রেখেছেন নিজেদের অভিনয় ক্যারিশ্মায় । মানালি দে'র শেষ বাংলা ধারাবাহিক 'ধুলোকণা'। স্নেহা চট্টোপাধ্যায়ের শেষ ধারাবাহিক 'লালকুঠি'। আর বাসবদত্তার শেষ ধারাবাহিক 'নেতাজি'। 'ধুলোকণা'তে মানালিকে প্রথমে একটি পরিবারে পরিচারিকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে । এরপর সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর । স্নেহাকে 'লালকুঠি'তে মানসিক ভারসাম্যহীন এক নারী চরিত্রে দেখা গিয়েছে । বাসবদত্তাকে 'নেতাজি' ধারাবাহিকে দেখা গিয়েছিল সুভাষচন্দ্রের মায়ের চরিত্রে ।

কোন ধারাবাহিকে দেখা যাবে স্নেহা, মানালি এবং বাসবদত্তাকে, তার নাম এখনও পর্যন্ত জানা যায়নি । তবে, যে চ্যানেলে চলতি মাসেই শেষ হবে 'মিঠাই', সেই চ্যানেলেই আসবে এই ধারাবাহিক । তা হলে কি 'মিঠাই'-এর স্লটেই আসবে এই ধারাবাহিক ? সবই এখনও ধোঁয়াশায় । সূত্রের খবর ধারাবাহিকের শুটিং শুরু হবে খুব শীঘ্রই ।

এর আগে, মানালি এবং স্নেহাকে একইসঙ্গে দেখা গিয়েছিল 'নকশিকাঁথা' ধারাবাহিকে । সেখানে স্নেহার চরিত্রটি ছিল আউট অ্যান্ড আউট নেগেটিভ । আর মানালি ছিলেন মুখ্য চরিত্রে । এবার স্নেহা কেমন চরিত্রে ? উত্তরে অভিনেত্রী ইটিভি ভারতকে বলেন, "খুব প্রাথমিক স্তরে রয়েছে গোটা ব্যাপারটা । বলার মতো কোনও অবস্থাতেই নেই । শুটিং শুরু হবে কয়েকদিনের মধ্যে । এখানে আমি নেগেটিভ রোলে নেই । পজিটিভেই আছি । এটুকু শুধু বলতে পারি এই মুহূর্তে । এর থেকে বেশি কিছু না ।"

আরও পড়ুন: মাফিয়া রাজের টানটান ঝলক নিয়ে হাজির 'শিবপুর'-এর টিজার, মন কাড়ল কি দর্শকের?

প্রসঙ্গত, নারীকেন্দ্রিক যে এই ধারাবাহিক হতে চলেছে সেটা তো কাস্টিংয়েই স্পষ্ট ৷ কিন্তু এই নারী চরিত্রের বিপরীতে পুরুষ চরিত্রে কারা রয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ আশা করা হচ্ছে, সেই রহস্যও খোলসা হবে খুব শীঘ্রই ৷

Last Updated :Jun 2, 2023, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.