ETV Bharat / entertainment

Mahira khan: প্রি-ওয়েডিং ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ 'রইস' অভিনেত্রীর মাহিরার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 2:41 PM IST

Updated : Oct 5, 2023, 3:15 PM IST

বিয়ের পর একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান৷ বৃহস্পতিবার তিনি বিয়ের অনুষ্ঠানের আরও কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভার করে নেন ৷ পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের বাবা-মা, বন্ধুদের প্রতি ৷

Etv Bharat
অভিনেত্রী মাহিরা খান

হায়দরাবাদ, 5 অক্টোবর: বিয়ের পর মাকে ভীষণভাবে মনে করছেন অভিনেত্রী মাহিরা খান ৷ সোশাল মিডিয়ায় মাহিরার মাকে নিয়ে আবেগঘন পোস্ট অনুরাগীদেরও মন ছুঁয়েছে ৷ জীবনের এই বিশেষ দিনে মা ও কাছের বন্ধুদের প্রতি পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহিরা ৷ মনে করেন নিজের নানি-দাদিকে ৷

প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করে শাহরুখ খানের অভিনেত্রী লেখেন, "আমার মায়ের ইচ্ছা ছিল একটাই ৷ বিয়ের অনুষ্ঠান শুরু হবে প্রার্থণা দিয়ে ৷ আমার সুন্দরী মা, যিনি বর্তমানে হুইল চেয়ারে রয়েছেন ৷ অনেকেই মনে করেছেন, তিনি বিয়ের আয়োজনে বেশি কিছু করতে পারবেন না ৷ কিন্তু সত্যি কথা বলতে তিনি সবকিছু করতে পারেন ৷ তিনি হুইল চেয়ারে বসেই বিয়ের যাবতীয় দায়িত্ব পালন করেছেন ৷ ঘর গোছানো থেকে অতিথি আপ্যায়ণের দিকে নজর দিয়েছেন ৷ শুধু তাই নয়, সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করেছেন ৷"

তিনি আরও বলেন, "আমার বাবা-মায়ের আরোগ্য কামনা করি ৷ ওই দিন আমার ছোটবেলা বন্ধুরা আমার জন্য আয়ুন এনেছিল ৷ আমার বন্ধুদের জন্য প্রার্থণা ৷ আমি তাঁদের নিজের বোন বলতে পারি ৷ এই দিন আমি বিয়ের জন্য নিচে নামার আগে চুড়িতে একটা মোতির টুকরো রাখি আমার নানি-দাদির জন্য ৷"

অভিনেত্রীর এই পোস্ট দেখে অনুরাগীরাও আবেগতাড়িত হয়েছেন পাশাপাশি নতুন জীবনের জন্য আগামীর শুভেচ্ছা জানিয়েছেন ৷

কিছুদিন আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৷ কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু তথা ব্যবসায়ী সালিম করিমকে ৷ বৃহস্পতিবার নিজের বিয়ের প্রস্তুতির কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন রইস অভিনেত্রী ৷ এর আগে অভিনেত্রীর বিয়ের ছবি সোশাল মিডিয়ায় মাহিরার ম্যানেজার অনুসায় তলহা খান শেয়ার করেন ৷

যেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী তাঁর হবু বর সালিমের দিকে হেঁটে যাচ্ছেন৷ তাঁকে দেখে চোখে নিজের জল আসে সালিমের ৷ স্পেশাল এই দিনে মাহিরা পরেছিলেন প্যাস্টেল রঙের লহেঙ্গা ৷ সঙ্গে লম্বা ভেইল ৷ সঙ্গে ম্যাচিং হিরের গয়না ৷ অন্যদিকে, পাত্র সালিম বিশেষ এই দিনে পরেছিলেন কালো রঙের শেরওয়ানি সঙ্গে নীল পাগড়ি ৷ জানা গিয়েছে, পাকিস্তানের মারিতে বিয়ের অনুষ্ঠান সারেন এই লাভ বার্ড ৷

আরও পড়ুন: প্রকাশ্যে ক্য়ারেক্টর পোস্টার, 'দ্য আর্চিস' নিয়ে আপ্লুত অনুরাগীরা

অন্যদিকে, ফাওয়াদ খানের সঙ্গে জুটি বেঁধে আরও একবার পর্দায় আসছেন মাহিরা খান ৷ এর আগে এই জুটিকে দেখা গিয়েছিল 'হামসফর'-এ ৷ এবার নেটফ্লিক্সে মুক্তি পাবে এই জুটির ওয়েব সিরিজ 'জো বচে হ্যায় সঙ্গ সমেত লো' ৷ সিরিজের গল্প 2013 সালে ফারহাত ইশতিআকের বেস্ট সেলিং উর্দু নোভেল থেকে তৈরি করা হয়েছে ৷

Last Updated : Oct 5, 2023, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.