ETV Bharat / entertainment

Bonny-Koushani: মায়ের জন্মদিনে মাতলেন বনি, সঙ্গী কৌশানিও ; রইল সেলিব্রেশনের খুঁটিনাটি

author img

By

Published : Jun 9, 2023, 12:09 PM IST

Updated : Jun 9, 2023, 1:12 PM IST

বনির মায়ের জন্মদিনে মেতে উঠলেন কৌশানি ৷ শেয়ার করলেন কেক কাটার ভিডিয়ো ৷ একই ভিডিয়ো মিলল বনির ইনস্টা স্টোরিতেও ৷

Bonny Koushani
বনির মায়ের জন্মদিনে মাতলেন কৌশানি

কলকাতা, 9 জুন: প্রেমিক বনির মায়ের জন্মদিন নিয়ে মেতে উঠলেন নায়িকা কৌশানি মুখোপাধ্যায় ৷ মাত্র দু'বছর আগেই নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী ৷ ফুসফুসের সংক্রমণের জেরে 2021 সালে প্রয়াত হন কৌশানির মা সঙ্গীতা মুখোপাধ্যায় ৷ এবার বনির মায়ের জন্মদিন নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত কৌশানি ৷ কাটা হল বিরাট এক কেক ৷ বনির মা পিয়া সেনগুপ্ত নিজেও একজন অভিনেত্রী ৷ বহু ছবিতে দেখা গিয়েছে তাঁকে ৷ এবার তাঁর জন্মদিনের ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে শুভেচ্ছা জানালেন হবু বৌমা ৷

কৌশানি এদিন ভিডিয়োটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা মা ৷" অন্যদিকে, মায়ের জন্মদিনের কেক কাটার একটি ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন বনিও ৷ রাজ চক্রবর্তীর 2015 সালের ছবি 'পারবো না আমি ছাড়তে তোকে'র হাত ধরে সফর শুরু করেছিলেন কৌশানি ৷ সঙ্গে ছিলেন বনি সেনগুপ্ত ৷ তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা ৷ আজ তাঁরা পরিচিত বনি-কৌশানি নামেই ৷ সম্প্রতি তাঁদের দেখা গিয়েছে 'ডাল বাটি চুরমা(চচ্চড়ি)' ছবিতেও ৷

Bonny Koushani
বনির মায়ের জন্মদিনে হাজির কৌশানি

শুধু তো রিল লাইফ নয়, রিয়েল লাইফেও তাঁদের এই জুটি যথেষ্ট বিখ্যাত ৷ প্রায় সকলেই জানেন তাঁদের সম্পর্কের কথা ৷ যদিও তাঁরা নিজেরা এই নিয়ে খুব একটা মুখ খোলেননি । তবে কমবেশি সকলেই জানেন এই তারকা জুটির প্রেমের গুজবের কাহিনি ৷ সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও সামনে এসেছিল যে তাঁরা হয়তো আগামী বছরেই বিয়ে করবেন ৷

আরও পড়ুন: দুই বোন ও ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা

এবার আসা যাক বনির মা পিয়া সেনগুপ্তর কথায় ৷ 'দাদার আদেশ', 'বদলা', 'চোরে চোরে মাসতুতো ভাই', 'মিলন তিথি', 'মহাগুরু', 'অভিমন্যু', 'ত্যাগ', 'মায়ের আঁচল'-সহ এক ঝাঁক কমার্শিয়াল বাংলা ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা ৷ বর্তমানে রাজনীতিতেও যুক্ত ৷ তিনি আপাতত তৃণমূলের নেত্রী ৷ কৌশানিও তৃণমূলের টিকিটে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে। আবার বনি যোগ দেন বিজেপিতে।

Last Updated : Jun 9, 2023, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.