ETV Bharat / entertainment

Koushani Wishes Bonny: 'ইটস অনলি পেয়ার...', বনির জন্মদিন কীভাবে পালন করলেন কৌশানি? দেখুন ঝলক

author img

By

Published : Aug 10, 2023, 10:13 AM IST

প্রেমিক বনির জন্মদিন নিয়ে মেতে উঠলেন কৌশানি মুখোপাধ্যায় ৷ কেক কাটার পর্ব থেকে পার্টির বিভিন্ন মুহূর্তের ঝলক অনুরাগীদের জন্য় শেয়ার করলেন তিনি ৷

Pic Curtesy  Koushani Instagram
বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কৌশানি

কলকাতা, 10 অগস্ট: বনি-কৌশানি টলিপাড়ার জনপ্রিয় জুটিদের অন্যতম। তাঁদের অফস্ক্রিন সম্পর্কের কথা কার্যত সকলেরই জানা ৷ অনেক সংবাদমাধ্যম এও দাবি করছে আগামী বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই তারকা ৷ যদিও এই নিয়ে বনি বা কৌশানি কেউই মুখ খোলেননি ৷ তবে বনির পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায় নায়িকাকে ৷ ঠিক যেমন এর আগেই তিনি মেতে উঠেছিলেন বনির বাবার জন্মদিন নিয়ে ৷ আর বুধবার রাতে তাঁকে দেখা গেল প্রেমিক বনির জন্মদিন নিয়ে মেতে উঠতে ৷

Pic Curtesy  Koushani Instagram
বনির বার্থডে পার্টির কিছু ঝলক

বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন নায়িকা ৷ কোথাও বনিকে দেখা গিয়েছে কেক নিয়ে মেতে উঠতে । আবার কোথাও পার্টিতে কৌশানির সঙ্গে খোলামেলা মেজাজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি ৷ এমন একটি ছবিতে কৌশানি এও লিখেছেন, "ইটস অনলি পেয়ার...বনি ৷" নায়িকা প্রেমের কথা অনুরাগীদের এই প্রথমবার জানালেন তা কিন্তু নয় ৷ এর আগেও দু'জনেই আভাস দিয়েছেন তাঁদের সম্পর্ক নিয়ে ৷ তবে বলাই বাহুল্য তাঁর সবচেয়ে কাছের মানুষের জন্মদিন উদযাপনে কোনও খামতি রাখেননি নায়িকা ৷

বনি-কৌশানিকে একসঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ডাল বাটি চুরমা(চচ্চড়ি)' ছবিতে ৷ হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল বনি-কৌশানির নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেই ৷ অন্যদিকে, কৌশানি আগামদিনে কাজ করতে চলেছেন রাজ চক্রবর্তীর সঙ্গে ৷ 11 অগস্ট মুক্তি পেতে চলেছে রাজের প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' ৷ এই সিরিজে একেবার অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে কৌশানিকে ৷

আরও পড়ুন: 'ড্যাডি কুল'! বাবার জন্মদিনে মাতলেন বনি, সঙ্গী কৌশানিও

এছাড়া বনি-কৌশানি জুটিও আবার আসতে চলেছে পর্দায় ৷ বনির বাবা তথা পরিচালক অনুপ সেনগুপ্তর হাত ধরে এর আগে তাঁরা জুটি বেঁধেছিলেন 'জানবাজ' ছবিতে ৷ এবার বাবার পরিচালনার আরও একটি ছবিতে কৌশানির সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন বনি ৷ ছবির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে খবর অনুযায়ী ছবিতে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.