ETV Bharat / entertainment

Kiara Advani: জন্মদিনের আগে সিডের হাত ধরে বিমানবন্দরে কিয়ারা, কোথায় গেলেন দুই তারকা ?

author img

By

Published : Jul 28, 2023, 1:11 PM IST

আগামী 31 জুলাই জন্মদিন পালনের জন্য় 'বার্থডে ভ্যাকেশনে' রওনা দিলেন কিয়ারা আদবানি ৷ সঙ্গী স্বামী সিদ্ধার্থ মালহোত্রা ৷

Kiara Advani
বার্থ ডে সেলিব্রেশনের জন্য রওনা দিলেন কিয়ারা

মুম্বই, 28 জুলাই: আগামী সোমবার আরও একটি বসন্ত পার করতে চলেছেন বলি-সুন্দরী কিয়ারা আদবানি ৷ আর এই বিশেষ মুহূর্তের ঠিক চার দিন আগে আগেই স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ কিয়ারার জন্মদিন বলে কথা, এই দিনে যে স্পেশাল কিছু হবে তা আর আলাদা করে বলার দরকার পড়ে না ৷ তবে বৃহস্পতিবার রাতে ঠিক কোথায় উড়ে গেলেন সিড-কিয়ারা তা অবশ্য জানা যায়নি ৷

পাপারাৎজিদের ক্যামেরায় তাঁদের মুখের হাসিই আভাস দিল নবদম্পতি ঠিক কেমন মেজাজে রয়েছেন ৷ হাতে হাত রেখেই এদিন বিমান বন্দরের ভিতরে প্রবেশ করেন সিড-কিায়ারা ৷ কিয়ারার পরনে ছিল একটি কোঅর্ড সেট আর মানানসই সাদা টপ ৷ আর সঙ্গে সিদ্ধার্থকে দেখা গেল ক্যাজুয়াল ট্র্যাক প্যান্ট, জ্যাকেট আর টি-শার্টে ৷

বিমানে ওঠার আগে একটি সুন্দর সেলফিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কিয়ারা ৷ ছবির ক্যাপশন, "উড়ানের সময় এসেছে ৷" দু'জনকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে চার হাত এক হয়েছে এই তারকা জুটির ৷ তার আগে পর্যন্ত তাঁদের সম্পর্কের বিষয়টিকে গোপনই রেখেছিলেন সিড-কিয়ারা ৷ তবে বিয়ের পর থেকে ফিল্মি পার্টি এবং ইভেন্টে একসঙ্গেই দেখা গিয়েছে তাঁদের ৷ আর তাঁদের সম্পর্ক নিয়েও বারবারই বিভিন্ন ইন্টারভিউতে মুখ খুলেছেন এই তারকা জুটি ৷

আরও পড়ুন: 'বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মতো', দেবের ব্যোমকেশকে প্রশংসায় ভরালেন অনির্বাণ

সম্প্রতি একটি ইন্টারভিউতে তো কিয়ারা এও বলেন, "দু'জন মানুষ মিলেই একটা সংসার গড়ে ওঠে ৷ আমার সৌভাগ্য যে আমি জীবনে এমন একজন মানুষকে পেয়েছি যে আমার সবচেয়ে বড় বন্ধুও ৷" বলাই বাহুল্য, এর থেকেই আভাস মেলে সম্পর্ক নিয়ে ঠিক কতখানি খুশি তিনি ৷ অভিনয়ের কথা বলতে গেলে, কিয়ারাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 'সত্যপ্রেম কি কথা' ছবিতে ৷ বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল কার্তিক-কিয়ারা জুটির এই ছবি ৷ অন্যদিকে, সিদ্ধার্থকে আগামীতে দেখা যাবে রোহিত শেট্টির 'দ্য ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.