ETV Bharat / entertainment

'মেরি ক্রিসমাস' মাস্টারপিস, ক্যাটরিনা-বিজয়ের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 12, 2024, 1:44 PM IST

Merry Christmas Review: মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপথি অভিনীত 'মেরি ক্রিসমাস' ৷ ক্রাইম থ্রিলারে ভরপুর এই ছবি কতটা চমক দিল, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া নেটিজেনদের ৷

Etv Bharat
ক্যাটরিনা-বিজয়ের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা

হায়দরাবাদ, 12 জানুয়ারি: শ্রীরাম রাঘবন পরিচালিত ক্রাইম থ্রিলার 'মেরি ক্রিসমাস' অবশেষে হাজির সিনেপর্দায় ৷ প্রথম দিনেই নেটিজেনদের প্রশংসা ছবির বক্সঅফিসে বাড়াচ্ছে প্রত্যাশা ৷ যদি আপনি এই ছবি দেখার পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে নিতে পারেন কী বলছেন ফিল্ম ক্রিটিক থেকে নেটিজেনরা ৷

তরণ আদর্শ এই ছবি সম্পর্কে সোশাল মিডিয়ায় লেখেন, "এক কথায় মেরি ক্রিসমাস ছবির গল্প আকর্ষনীয় ৷ ছবির পরতে পরতে রয়েছে রোমাঞ্চ ৷ একাধিক টুইস্ট চমকে দেবে আপনাদের ৷ পরিচালক শ্রীরাম রাঘবন একটা মাস্টারস্ট্রোক ছবি উপহার দিয়েছেন ৷ বিনোদনের পাশাপাশি এই ছবি আপনাকে ভাবাতে বাধ্য করবে ৷"

তিনি আরও লেখেন, "বিজয় সেতুপথির অভিনয় অনবদ্য ৷ এই ছবিতে ক্যাটরিনাকে অন্যরকমভাবে খুঁজে পাবেন দর্শক ৷ বিনয় পাঠক ও সঞ্জয় কাপুর তাঁদের চরিত্রগুলি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায় ৷ তবে ছবিটা ধীর গতির ৷ ইম্প্যাক্ট আরও একটি বেশি হতে ভালো হত ৷"

  • #MerryChristmas! I've been waiting to write this one. My favorite narrative of recent times is a beautiful love story with an amazing thriller. @VijaySethuOffl na you were pure class to watch, and the climax performance was woowwwwww. You're always an inspiration, keep inspiring… pic.twitter.com/vmgzbz2Jzq

    — atlee (@Atlee_dir) January 12, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলিও সোশাল মিডিয়ায় এই ছবির প্রশংসা করেছেন ৷ তিনি লিখেছেন, "মেরি ক্রিসমাস লেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম ৷ আমার মতে অসাধারণ থ্রিলারকে সামনে রেখে একটা সুন্দর প্রেমের গল্প এই ছবি ৷ বিজয় তুমি দেখার মতো ৷ আর ক্লাইম্যাক্স দৃশ্যে তোমার অভিনয় গায়ে কাঁটা দেয় ৷ তুমি এইভাবে অনুপ্রাণিত করে চলো সকলকে ৷ ক্যাটরিনা তোমার কাজও দুর্দান্ত ৷ শ্রীরাম রাঘবন একটা ক্লাসিক ছবি বানিয়েছেন ৷"

ছবির প্রশংসা করেছেন অভিনেতা ভিকি কৌশলও ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "অসাধারণ মেরি ক্রিসমাস ৷" এরপর ক্যাটরিনার উদ্দেশ্যে তিনি লেখেন, "তোমার জন্য গর্ববোধ করছি ৷ এত সুন্দর করে শ্রীরাম স্যারের মাস্টারফুল গল্পে নিজেকে মেলে ধরেছ মারিয়ার চরিত্রে তা এক কথায় অনবদ্য ৷ এখনও পর্যন্ত কেরিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছ তুমি ৷" বিজয় সেতুপথির উদ্দেশ্যে ভিকি লেখেন, "স্যার, আপনি কী করে নিজের চরিত্রে শিশুসুলভ সত্ত্বা তুলে ধরলেন জানতে ইচ্ছা করছে ৷ তবে আপনার মধ্য দিয়ে অ্যালবার্টকে দেখে আমি মুগ্ধ ৷"

অনুরাগীদের মতেও এই ছবি মাস্টারপিস ৷ 'অন্ধাধুন', 'বদলাপুর'-এর মতো 'মেরি ক্রিসমাস' দর্শকদের চমকে দেবে ৷ শুধু অভিনয় নয়, গল্প বলার ধরনেও রয়েছে রোমাঞ্চ, যা বিনোদনের মাত্রা বাড়িয়ে দেবে ৷ সবমিলিয়ে মুক্তির প্রথম দিনেই 'মেরি ক্রিসমাস' জায়গা করে নিয়েছে দর্শক মনে ৷

আরও পড়ুন:

1. 'ট্রল হওয়ার ভয় পেয়েছিলাম', 'মেরি ক্রিসমাস' মুক্তির আগে বলিউড জার্নি নিয়ে মুখ খুললেন বিজয়

2. সিনেপর্দায় হিংস্রতা! বিপথে নিয়ে যাচ্ছে যুবসমাজকে? উত্তর খুঁজল ইটিভি ভারত

3. 'খারাপ সময় অনেক শিক্ষা দিয়েছে'- ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে মুখ খুললেন বাদশা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.