ETV Bharat / entertainment

Busan Film Festival: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান সিরিজ 'স্কুপ', অভিনেত্রীর শিরোপা করিশ্মার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 11:21 AM IST

Scoop in Busan Film Festival: বিদেশের মাটিতে ভারতীয় ছবির জয় ৷ বুসান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট এশিয়ান সিরিজের তকমা পেল হনশল মেহেতার স্কুপ ৷ অন্যদিকে, বেস্ট লিড অ্যাকট্রেসের পুরস্কার জিতে নিলেন অভিনেত্রী করিশ্মা তন্না ৷

Etv Bharat
বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন করিশ্মা

নয়াদিল্লি, 9 অক্টোবর: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় ছবির জয় ৷ হনশল মেহতা পরিচালিত 'স্কুপ'-এর মুকুটে উঠল বেস্ট এশিয়ান টিভি সিরিজের তকমা ৷ সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হলেন অভিনেত্রী করিশ্মা তন্নাও ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট পরিচালক হনশল মেহতা ও করিশ্মার ৷ প্রত্যেক বছর এশিয়া কনটেন্টস অ্যাওযার্ডস ও গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানের আয়োজন করা হয় বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও কোরিয়া রেডিয়ো প্রোমোশন অ্যাসোসিয়েশনের তরফে ৷

এই বছরও তার ব্যতিক্রম হয়নি ৷ সেই অনুষ্ঠানে বেস্ট এশিয়ান টিভি সিরিজ-এর পুরস্কার জিতেছে স্কুপ ৷ অন্যদিকে, সেরা মুখ্য অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন করিশ্মা তন্না ৷ সোশাল মিডিয়ায় পরিচালক ছবি শেয়ার করে লিখেছেন, " দু'টো নমিনেশন আর দু'টো পুরস্কার বুসান ফিল্ম ফিস্টেভ্যালে পেল স্কুপ ৷ বেস্ট এশিয়ান সিরিজ ও বেস্ট লিড অ্যাকট্রেস ৷ পুরো টিমের জন্য গর্বের বিষয় ৷ ধন্যবাদ সকলকে ৷"

অভিনেত্রী করিশ্মা সোশাল মিডিয়ায় লিখেছেন, "অবশেষে তাঁকে ঘরে আনতে পারলাম ৷ আমি সত্যিই শিহরণ অনুভব করছি ৷ আপনাদের সকলকে জানাতে ভালো লাগছে যে, নেটফ্লিক্সে আমাদের সিরিজ স্কুপ দুটো পুরস্কার জিতেছে ৷ এই ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পাওয়াটাই একটা বড় সম্মানের বিষয় ৷ তার সঙ্গে দুটো বিভাগেই পুরস্কার জেতা আরও বড় পাওনা ৷ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷ বিশেষ ধন্যবাদ পরিচালক হনশল মেহেতাকে ৷ ধন্যবাদ সিরিজের পুরো টিমকে ৷ সকলে পর্দার সামনে ও পিছনে যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, পাশে থেকেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷"

আরও পড়ুন: মৃত্যু-হুমকি পাওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান

2 জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল স্কুপ ৷ মুম্বইয়ের এক খবরের কাগজে কাজ করেন জাগরুতি পাঠক অর্থাৎ করিশ্মা তন্না ৷ তিনি একজন ক্রাইম রিপোর্টার ৷ কিন্তু তিনি খবরের শিরোনামে চলে আসেন তাঁর প্রতিদ্বন্দ্বী জয়দেব সেন হত্যাকাণ্ডে ৷ সিরিজের চিত্রনাট্য তৈরি হয়েছে জিগনা বোরার আত্মজীবনী মূলক বই বিহাইন্ড দ্য বারস ইন বাইকুল্লা: দ্য ডেস ইন প্রিজন থেকে ৷ 8 অক্টোবর বিআইএফএফ থিয়েটারে এশিয়া কনটেন্টস অ্যাওয়ার্ডস এবং গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আসর বসে ৷ এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে 4 অক্টোবর ৷ চলবে 13 অক্টোবর পর্যন্ত ৷

নয়াদিল্লি, 9 অক্টোবর: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় ছবির জয় ৷ হনশল মেহতা পরিচালিত 'স্কুপ'-এর মুকুটে উঠল বেস্ট এশিয়ান টিভি সিরিজের তকমা ৷ সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হলেন অভিনেত্রী করিশ্মা তন্নাও ৷ সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট পরিচালক হনশল মেহতা ও করিশ্মার ৷ প্রত্যেক বছর এশিয়া কনটেন্টস অ্যাওযার্ডস ও গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানের আয়োজন করা হয় বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও কোরিয়া রেডিয়ো প্রোমোশন অ্যাসোসিয়েশনের তরফে ৷

এই বছরও তার ব্যতিক্রম হয়নি ৷ সেই অনুষ্ঠানে বেস্ট এশিয়ান টিভি সিরিজ-এর পুরস্কার জিতেছে স্কুপ ৷ অন্যদিকে, সেরা মুখ্য অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন করিশ্মা তন্না ৷ সোশাল মিডিয়ায় পরিচালক ছবি শেয়ার করে লিখেছেন, " দু'টো নমিনেশন আর দু'টো পুরস্কার বুসান ফিল্ম ফিস্টেভ্যালে পেল স্কুপ ৷ বেস্ট এশিয়ান সিরিজ ও বেস্ট লিড অ্যাকট্রেস ৷ পুরো টিমের জন্য গর্বের বিষয় ৷ ধন্যবাদ সকলকে ৷"

অভিনেত্রী করিশ্মা সোশাল মিডিয়ায় লিখেছেন, "অবশেষে তাঁকে ঘরে আনতে পারলাম ৷ আমি সত্যিই শিহরণ অনুভব করছি ৷ আপনাদের সকলকে জানাতে ভালো লাগছে যে, নেটফ্লিক্সে আমাদের সিরিজ স্কুপ দুটো পুরস্কার জিতেছে ৷ এই ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পাওয়াটাই একটা বড় সম্মানের বিষয় ৷ তার সঙ্গে দুটো বিভাগেই পুরস্কার জেতা আরও বড় পাওনা ৷ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷ বিশেষ ধন্যবাদ পরিচালক হনশল মেহেতাকে ৷ ধন্যবাদ সিরিজের পুরো টিমকে ৷ সকলে পর্দার সামনে ও পিছনে যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, পাশে থেকেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷"

আরও পড়ুন: মৃত্যু-হুমকি পাওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কিং খান

2 জুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল স্কুপ ৷ মুম্বইয়ের এক খবরের কাগজে কাজ করেন জাগরুতি পাঠক অর্থাৎ করিশ্মা তন্না ৷ তিনি একজন ক্রাইম রিপোর্টার ৷ কিন্তু তিনি খবরের শিরোনামে চলে আসেন তাঁর প্রতিদ্বন্দ্বী জয়দেব সেন হত্যাকাণ্ডে ৷ সিরিজের চিত্রনাট্য তৈরি হয়েছে জিগনা বোরার আত্মজীবনী মূলক বই বিহাইন্ড দ্য বারস ইন বাইকুল্লা: দ্য ডেস ইন প্রিজন থেকে ৷ 8 অক্টোবর বিআইএফএফ থিয়েটারে এশিয়া কনটেন্টস অ্যাওয়ার্ডস এবং গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আসর বসে ৷ এই ফেস্টিভ্যাল শুরু হয়েছে 4 অক্টোবর ৷ চলবে 13 অক্টোবর পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.