ETV Bharat / entertainment

Akshay to Renounce Canadian Citizenship: 'ভারতই আমার সব', কানাডার নাগরিকত্ব ছাড়ছেন অক্ষয়

author img

By

Published : Feb 23, 2023, 6:20 PM IST

Akshay to Renounce Canadian Citizenship ETV Bharat
অক্ষয় কুমার

কানাডার নাগরিকত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয় কুমার (Akshay to Renounce Canadian Citizenship)৷ এ জন্য তিনি আবেদনও করে ফেলেছেন ৷ এ কথা নিজেই জানালেন অভিনেতা (Akshay Kumar to renounce Canadian passport)৷ ভারতই তাঁর সব কিছু বলে জানিয়েছেন তিনি ৷

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: তাঁর কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে বারবার নানা বাঁকা কথার মুখে পড়তে হয়েছে অক্ষয় কুমারকে (Akshay to Renounce Canadian Citizenship)৷ তবে ভারতই যে তাঁর কাছে সবকিছু (India is everything to me), স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন বলিউডের খিলাড়ি ৷ তিনি জানিয়েছেন, ইতিমধ্যে পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদনও করেছেন তিনি ৷

'ভারতই আমার কাছে সবকিছু': আজতকের সিধি বাতের নতুন সিজনের প্রথম পর্বে একটি সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন অক্ষয় কুমার ৷ তিনি বলেন, কানাডিয়ান নাগরিকত্ব গ্রহণের কারণ না জেনে লোকেরা যখন তাঁকে কিছু বলে তখন তাঁর বেশ খারাপ লাগে ৷ 55 বছর বয়সি তারকার কথায়, "ভারতই আমার কাছে সবকিছু...আমি যা কিছু অর্জন করেছি, যা অর্জন করেছি তা এখান থেকেই । আমি ভাগ্যবান যে আমি ফেরত দেওয়ার সুযোগ পেয়েছি । যখন মানুষ কিছু না জেনে কিছু বলে তখন খারাপ লাগে...৷"

পরপর ফ্লপের কারণেই কানাডার নাগরিকত্ব: ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিকে "হেরা ফেরি", "নমস্তে লন্ডন", "টয়লেট: এক প্রেম কথা", "প্যাডম্যান", ভুলভুলাইয়া-সহ বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার ৷ তবে খারাপ সময়ও এসেছে তাঁর কেরিয়ারে ৷ সেই সময় তাঁর 15টিরও বেশি ছবি পরপর ফ্লপ করেছিল ৷ 1990 এর দশকে ঘটে এই ঘটনা । তাঁর চলচ্চিত্রের দুর্বল বক্স অফিস পারফরম্যান্স তাঁকে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করতে বাধ্য করেছিল বলে জানান এয়ারলিফ্ট স্টার ৷

আরও পড়ুন: প্রকৃত দেশপ্রেমিক, পাকিস্তানের মাটিতে জাভেদের 26/11 তোপকে কুর্নিশ সামনার

বন্ধুর ডাকে সাড়া: অক্ষয় বলেন, "আমি ভেবেছিলাম 'ভাই, আমার ছবিতে কাজ হচ্ছে না এবং আমায় কিছু একটা করতে হবে'। আমি কাজের জন্য সেখানে (কানাডা) গিয়েছিলাম । আমার বন্ধু কানাডায় ছিল এবং সে বলল, 'এখানে এসো'। আমি আবেদন করেছি এবং সেখানে গিয়েছি।"

পাসপোর্ট পরিবর্তনের কথা মাথায় আসেনি: অক্ষয় জানিয়েছেন, সেই সময় তাঁর মাত্র দুটি ছবি মুক্তির বাকি ছিল এবং এটা ভাগ্যের ব্যাপার যে দুটোই সুপারহিট হয়েছে । তখন তাঁর বন্ধু তাঁকে দেশে ফিরে গিয়ে আবারও কাজ শুরু করতে বলেন ৷ এরপর আরও কিছু ছবি আসে অভিনেতার হাতে ৷ তিনি ফের কাজ পেতে শুরু করেন । তাঁর কাছে পাসপোর্টটি রয়েছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন বলে দাবি করেছেন বলিউডের এই তারকা ৷

পাসপোর্ট পরিবর্তনের আবেদন অক্ষয়ের: তিনি বলেন, "আমি কখনওই ভাবিনি যে আমার এই পাসপোর্টটি পরিবর্তন করা উচিত ৷ কিন্তু এখন হ্যাঁ, আমি আমার পাসপোর্ট পরিবর্তন করার জন্য আবেদন করেছি এবং একবার আমি কানাডা থেকে পরিত্যাগের মর্যাদা পেয়ে যাই...৷" লোকসভা নির্বাচনের ঠিক আগে 2019 সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি সাক্ষাত্কারের পরে অক্ষয়ের নাগরিকত্ব বিতর্কের বিষয় হয়ে উঠেছিল ।

উল্লেখ্য, আগামিকাল, শুক্রবার মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ছবি সেলফি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.