ETV Bharat / entertainment

Saayoni Ghosh: গায়ে হাওয়া লাগিয়ে রাজনীতি করি না: সায়নী

author img

By

Published : Nov 18, 2022, 7:32 PM IST

তাঁর আপকামিং ছবি 'সিটি অফ জ্যাকলস' (City of Jackals)৷ মুক্তি পাচ্ছে 25 নভেম্বর ৷ তার আগে ছবি নিয়ে নানা কথা বললেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)৷ রাজনীতি আর অভিনয় কীভাবে ব্যালান্স করছেন ? জানালেন অভিনেত্রী ৷

i-do-not-do-politics-just-for-the-sake-of-it-saayoni-ghosh
গায়ে হাওয়া লাগিয়ে রাজনীতি করি না: সায়নী

কলকাতা, 18 নভেম্বর: সায়নী ঘোষ (Saayoni Ghosh) অভিনীত 'সিটি অফ জ্যাকলস' (City of Jackals) মুক্তি পেতে চলেছে 25 নভেম্বর । এই ছবিতে রয়েছে টাকার গল্প । অর্থাৎ টাকা খোঁজার গল্প । পৃথিবীতে কে না টাকার আশায় ছুটছে ? উত্তর - সবাই । এরকমই এক কাহিনিকে সম্বল করে এই ছবি বানিয়েছেন পরিচালক রিনো ।

ছবির নায়িকা সায়নী ঘোষ ছবি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, "কার কাছে না টাকা আছে ? কিন্তু সেই টাকা আমরা কোন কাজে ব্যবহার করছি সেটাই দেখার বিষয় । এই ছবিতে আমার চরিত্রটি এমন একটি চরিত্র, যে কিনা ভালো জায়গায় থাকতে চায়, ভালো ভাবে বাঁচতে চায় । আর তার জন্য দরকার অনেক টাকা । যেটা তার কাছে নেই ।"

এ প্রসঙ্গে সায়নী আরও বলেন, "সবাই ভাবে আমরা যারা অভিনয় করি তাদের কাছে অনেক টাকা । আর যারা রাজনীতি করে তাদের কাছে তো কাঁড়ি কাঁড়ি টাকা । গাড়ি খুললেই বস্তা বস্তা টাকা মিলবে । এটা তো ঠিক নয় । অনেকে অনেক খেটে রোজগার করি আমরা । আর সেখানে 'সিটি অফ জ্যাকলস'- এ অনৈতিক টাকা মিলছে । কীভাবে মিলছে সেটা জানতে হলে দেখতে হবে ছবিটা ।"

অভিনয়ের পাশাপাশি সায়নী শাসক দলের যুব সভানেত্রী । এককালে বামপক্ষের ছিলেন তিনি । এই মুহূর্তে শাসক দলের প্রতিনিধি । তাঁর কাছে জানতে চাওয়া হয়, আগামী পাঁচ বছর পর কি তাহলে তাঁকে সবাই 'পলিটিশিয়ান' হিসেবেই চিনবে ? সায়নীর উত্তর, "কাল কী হবে কেউ জানে না । তবে, রাজনীতিটা মন দিয়ে করতে চাই তাঁদের জন্য, যাঁরা মনে করেন অভিনেতারা আরাম কেদারায় বসে রাজনীতি করেন, তাঁরা গায়ে হাওয়া লাগাতে আসেন রাজনীতিতে । আমি সক্রিয় রাজনীতি করি সবাই জানে । আমাকে বিভিন্ন কর্মসূচীতে দেখতেও পাওয়া যায় । তাই গায়ে হাওয়া লাগিয়ে রাজনীতি আমি করি না, এটা স্পষ্ট ।"

আরও পড়ুন: অভিনেত্রী থেকে রাজনীতিবিদ, একান্ত আড্ডায় নানা রঙে ধরা দিলেন সায়নী

কীভাবে রাজনীতি আর অভিনয় ব্যালান্স করছেন তিনি ? উত্তরে সায়নী জানান, "আমি মাল্টি টাস্ক করি সবসময় । বছরে আগে বারোটা ছবি করতাম । এখন করি না । কারণ তাতে কাজটা ভালো হয় না । অনেকদিন পর 'অপরাজিত' করলাম । লোক প্রশংসা করেছে । কম করব কিন্তু ভালো কাজ করব । এটাই সিদ্ধান্ত আমার ।"

এ প্রসঙ্গে সায়নী আরও বলেন, "আমাকে এত লোক ভালোবাসে কেন আমি জানি না । আমি তো কমার্শিয়াল ফিল্মও করি না দেব, নুসরতের মতো । সবই অন্যরকমের চরিত্র করি আমি । তাও এত লোক ভালোবাসে জানতাম না । সেটা কি তাহলে দিদির দলের লোক বলে ? সেটাও জানি না । তবে যে কারণেই হোক তা আমার কাছে আশীর্বাদের মতো ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.