ETV Bharat / entertainment

Ananya Panday on Holi 2023: 'বুরা না মানো...', হোলিতে রঙিন লুকে হাজির ড্রিম গার্ল অনন্যা

author img

By

Published : Mar 7, 2023, 11:23 AM IST

রঙের উৎসবে এবার রঙিন লুকে সামনে এলেন অনন্যা পাণ্ডে (Ananya Panday Dream Girl 2 Holi Look )৷ হোলির আবহে ভক্তদের জন্য় তিনি শেয়ার করলেন তাঁর 'ড্রিম গার্ল 2' ছবির লুক ৷

Etv Bharat
রঙিন লুকে সামনে এলেন অনন্যা পাণ্ডে

হায়দরাবাদ, 7 মার্চ: শুরু হয়ে গিয়েছে বসন্তের রঙের উৎসব হোলি ৷ আর হোলি মানেই তারকারাও মেতে উঠবেন রঙিন মরশুমে ৷ অভিনেত্রী অনন্য়া পাণ্ডেও বাদ পড়েননি ৷ দোলের শুভেচ্ছা জানাতে গিয়ে ভক্তদের জন্য় তাঁর আসন্ন ছবি 'ড্রিম গার্ল 2'-এর একটি ঝলক শেয়ার করেছেন তিনি ৷ ছবিতে তাঁকে দেখা গিয়েছে রঙে রঙে রঙিন লুকে ৷

ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,'বুরা না মানো হোলি হ্যায় ৷' ছবিতে নায়িকার পরণে হলুদ সালোয়ার কামিজ ৷ আর সেই পোশাক জুড়ে রয়েছে সোনালি সুতোর এমব্রডারি ৷ অনুুরাগীদের তাঁর চাঁদবালি কানের দুল থেকে শুরু করে নাকের নথটিও পছন্দ হয়েচে ৷ ফ্যানেরাও বেশ পছন্দ করেছেন তাঁর নতুন লুক ৷ তাঁরাও হোলির রঙিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের পছন্দের এই নায়িকাকে (Ananya Panday Dream Girl 2 Holi Look)৷

লুক দেখেই বোঝা যায় অনন্যা এই ছবিতে সামনে আসছেন একেবারে দেশের মেয়ের চরিত্রে ৷ আয়ুষ্মান খুরানার 2019 সালের ব্লক বাস্টার কমেডি 'ড্রিম গার্ল'-এর পরবর্তী পর্বের গল্প তুলে ধরবে এই ছবি ৷ বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল এই ছবিতে আয়ুষ্মানের সঙ্গে এবার প্রধান চরিত্রে অভিনয় করবেন অনন্যাও ৷ আর তখন তাঁর লুকটি দেখার জন্য় মুখিয়েছিলেন অনুরাগীরা ৷

'ড্রিম গার্ল'-এর প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন রাজ শাণ্ডিল্য । এবার দ্বিতীয় পর্বের গল্পটিও আসতে চলেছে তাঁর হাত ধরেই ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ৷ এই ছবি ছাড়াও এখন বেশ কয়েকটি কাজ রয়েছে অনন্য়ার হাতে ৷ সম্প্রতি জোয়া আখতারের 'খো গ্যায়ে হাম কাঁহা'-র শ্যুটিং শেষ করেছেন অনন্যা ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে ৷ এছাড়া বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত একটি সাইবার ক্রাইম থ্রিলারেও দেখা যাবে তাঁকে ৷ এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: ডোনার পরিচালনায় বসন্তের রঙে রাঙা হল যাদুঘর, দেখুন ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.