ETV Bharat / entertainment

Hema Malini Trolled: বিহুকে বিহারের উৎসব দাবি করে ট্রোলড হেমা মালিনী, চাইলেন ক্ষমা

author img

By

Published : Apr 14, 2023, 10:45 PM IST

বিহুকে অসমের বদলে ভুল করে বিহারের উৎসব দাবি করে ট্রলিংয়ের শিকার হলেন হেমা মালিনী ৷ সমালোচনার পর ভুল বুঝতে পেরে ক্ষমাও চাইলেন তিনি ৷

Hema Malini Trolled
বিহুকে বিহারের উৎসব বলে সমালোচনার মুখে পড়লেন হেমা

হায়দরাবাদ, 14 এপ্রিল: অসমিয়া নববর্ষের সূত্রপাতই হয় 'রঙালি বিহু'র মাধ্যমে ৷ বিহু অসমের সবচেয়ে বড় উৎসবগুলির একটি ৷ আর এই বিহু নিয়ে ভুল তথ্য় দিয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী তথা লোকসভা সাংসদ হেমা মালিনী ৷ তাঁর একটি সাম্প্রতিক টুইটে অভিনেত্রী ভুল করে বিহুকে বিহারের উৎসব বলে উল্লেখ করে বসেন ৷ তাঁর এই টুুইটটি সামনে আসতেই শুরু হয় ট্রোলিং এবং সমালোচনা ৷ পরে অবশ্য় এই নিয়ে ক্ষমাও চান হেমা ৷

  • It is the Harvest season now. Tamizh Puthandu (New year), Baisakhi (Punjab), Bihu (Bihar) and Pohela Baisakh or Naba Barsha (Bengal) are some of the festivals celebrated. Wish you all a wonderful festival month🙏 pic.twitter.com/dSabiw5ZjF

    — Hema Malini (@dreamgirlhema) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি একটি টুইটে ভুল করে হেমা মালিনী লেখেন, "এখন ফসল কাটার মরশুম ৷ তমিজ পুথান্ডু (নববর্ষ) ৷ বৈশাখী (পঞ্জাব), বিহু (বিহার) এবং পহেলা বৈশাখ বা নববর্ষ (বাংলা) হল কিছু এমন কিছু উৎসব যা এই সময় পালিত হয় ৷ এই উৎসবের মাস চমৎকার কাটুক আপনাদের এটাই কামনা করছি ৷" তাঁর এই টুইটটি সামনে আসতে না আসতেই শুরু হয় সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ এবং ট্রোলিং ৷

  • By mistake🙏I have put Bihu is a festival celebrated in Bihar. I am sorry! That should read Bihu, festival of Assam🙏 pic.twitter.com/WTjxEwkmPe

    — Hema Malini (@dreamgirlhema) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিজের ভুল বোঝার সঙ্গে সঙ্গেই আরও একটি টুইট করেন হেমা ৷ বর্ষীয়ান অভিনেত্রী ক্ষমা চেয়ে লেখেন, "ভুল করে আমি লিখেছি বিহু বিহারের একটি উৎসব ৷ আমি সত্য়িই দুঃখিত ৷ বিহু আসলে অসমের উৎসব ৷" অভিনেত্রীকে নিয়ে আরও বেশি সমালোচনার ঝড় ওঠে কারণ ইতিমধ্য়েই অসমের এই উৎসব নাম নথিভুক্ত করে ফেলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷ এক স্থানে সবচেয়ে বড় বিহু নাচের রেকর্ড গড়েছে অসম ৷ গুয়াহাটির এক স্টেডিয়ামে 11 হাজার 304 জন নৃত্যশিল্পীর একইসঙ্গে বিহু নাচ পরিবেশন গড়েছে এই রেকর্ড ৷ যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আর তাই অভিনেত্রী যখন সেই বিহুকে অসমের বদলে বিহারের উৎসব বলে দাবি করেন সমালোচনার সামনে পড়তেই হয় তাঁকে ৷ 'শোলে','সীতা অর গীতা', 'দিল লাগি', 'দো দিশায়েন'-এর মতো ছবিগুলির জন্যই বলিউডে পরিচিত মুখ হেমা মালিনী ৷ অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 2020 সালে ৷ ছবির নাম ছিল 'সিমলা মির্চ' ৷

আরও পড়ুন: প্রথম বিবাহ বার্ষিকী! মেয়ে জামাইকে নিয়ে আবেগী বার্তা আলিয়ার মা সোনির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.