ETV Bharat / entertainment

Female Fan Kisses SRK: কিং খানকে জড়িয়ে ধরে চুম্বন ! মহিলাকে জেলে ভরার নিদান নেটপাড়ার

author img

By

Published : Jun 14, 2023, 4:00 PM IST

কিং খানের গালে হঠাৎ করে চুম্বন করে বসলেন এক মহিলা অনুুরাগী ৷ নিন্দার ঝড় উঠল সোশাল মিডিয়ায় ৷

Female Fan Kisses SRK
কিং খানকে জড়িয়ে ধরে চুম্বন মহিলা অনুরাগীর

হায়দরাবাদ, 14 জুন: কিং খানের ফ্যানেরা তাঁকে দেখলে কীভাবে লাগাম ছাড়া ভালোবাসা উজার করে দেন তা বোধহয় আলাদা করে না বললেও চলে ৷ ফের একবার সামনে এল এমনই এক দৃষ্টান্ত ৷ মঙ্গলবার বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান ছিলেন দুবাইয়ে ৷ একটি রিয়েল এস্টেট কোম্পানির প্রোমোশনাল ইভেন্টে এদিন দেখা যায় কিং খানকে ৷ সবকিছু ঠিক ঠাকই চলছিল কিন্তু এরই মাঝে অতি উৎসাহী হয়ে শাহরুখকে চুম্বন করে বসেন ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এমনই দৃশ্য ৷

ভিডিয়োতে শাহরুখ এবং তাঁর ম্যানেজার পূজা দাদলানিকে ব্যাকস্টেজের দিকে যেতে দেখা যায় ৷ তার মাঝেই একজন অনুরাগী তাঁর দিকে এগিয়ে আসেন ৷ শাহরুখকে জড়িয়েও ধরেন তিনি ৷ শাহরুখ নিজের মতো করেই ফ্যানেদের সঙ্গে আলাপ সারছিলেন ৷ কিন্তু এরপরেই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা ৷ কালো পোশাক পরিহিত এক অনুরাগীনি কিং খানের কাছে এগিয়ে আসেন আর তারপর অভিনেতার দিকে প্রশ্ন ছুঁড়ে দেন 'আমি কী আপনাকে একটা চুমু খেতে পারি?' তবে উত্তর দেওয়ার আগেই সেই নারী শাহরুখের গালে একটি চুম্বন এঁকে দেন ৷

উত্তর দেওয়ার সময়ই পাননি অভিনেতা ৷ তাঁকেও অপ্রস্তুতিতে পড়ে যেতে হয় মেয়েটির আচরণে ৷ আর সেটা বোঝা যায় তাঁর মুখ চোখ দেখলেই ৷ তবে শাহরুখ ফ্যানরা ঠিক এতখানিই পাগল তাঁর জন্য় ৷ তাই কখনও কখনও ফ্যানেদের বাড়াবাড়ি রকমের আবদারের ভারও সহ্য় করতেই হয় শাহরুখদের ৷ শহারুখও এদিনও ছিলেন চুপচাপ ৷

আরও পড়ুন: প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, প্রচারে না গেলেও নতুন ছবির ট্রেলার শেয়ার স্বস্তিকার

তবে এই ঘটনার পর সোশালে উঠেছে নিন্দার ঝড় ৷ একজন তো লেখেন, "আরে এই মেয়েকে তো জেলে ভরা উচিত!" আবার অন্য় একজন লেখেন, "যদি একজন মধ্য়বয়স্ক মানুষ এটা মাধুরী দীক্ষিত বা অন্য কারও সঙ্গে করতেন তা হলে কী হত?" অর্থাৎ শাহরুখের সঙ্গে ঘটা এই ঘটনায় নেটপাড়ায় যে বেশ কয়েক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.