ETV Bharat / entertainment

Bengali film based on British drama: ব্রিটিশ নাটক 'জাস্টিস'-এর বাংলা রূপায়ণ এবার বড়পর্দায়

author img

By

Published : Jun 28, 2022, 5:30 PM IST

New Film Kothay Tumi
ব্রিটিশ নাটক 'জাস্টিস'-এর বাংলা রূপায়ণ এবার বড়পর্দায়

জন গ্যালসওয়ার্দির লেখা ব্রিটিশ নাটক 'জাস্টিস'-এর অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে বাংলা ছবি 'কোথায় তুমি'(Bengali film based on British drama)। পরিচালক অ্যান্থনি জেন । চলছে ছবির শ্যুটিংয়ের কাজ (Bengali film Kothay Tumi)৷

কলকাতা, 28 জুন : 1910 সালে নাট্যকার জন গ্যালসওয়ার্দি রচনা করেছিলেন 'জাস্টিস' নাটকটি (British drama Justice)। এই ব্রিটিশ নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এ বার বড়পর্দার জন্য তৈরি হচ্ছে নতুন ছবি 'কোথায় তুমি'। পরিচালক অ্যান্থনি জেন । উত্তরবঙ্গে ছবির এক দফা শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে ৷ এ বার কলকাতাতে চলছে ছবির কাজ (Bengali film Kothay Tumi)।

গল্পের দিকে তাকালে জানা যায়, সৌরভ নামে জনৈক তরুণ পেশায় একজন কেরানি । পাশের বিল্ডিংয়ের একটি মেয়ের প্রেমে পড়ে সে । পরে জানতে পারে যে মেয়েটি, কোনা নামের একজনকে বিয়ে করতে চলেছে । যাকে সৌরভ তার বাবা বলে মনে করেছিল । সৌরভ জানতে পারে যে মেয়েটি নিরুপায় হয়ে এই বিয়েতে মত দিয়েছে । সৌরভ সাহায্যের হাত বাড়ায় । কিন্তু তা ফলপ্রসূ হয় না । এরপর কী হয় সেটাই দেখার বিষয় এই ছবিতে (Bengali film based on British drama)।

'কোথায় তুমি' এক নির্মম সামাজিক ব্যবস্থার ছবি তুলে ধরে বলেই জানান পরিচালক । প্রসঙ্গত, পরিচালক জন্মসূত্রে বাঙালি । রূপান্তরিত খ্রিস্টান তিনি । কৃষ্ণনগরের মানুষ এই অ্যান্থনি জেন । ছবির চিত্রনাট্য এবং পরিচালনা অ্যান্থনিরই । তিনি বলেন, "প্রথমেই বলি, আমি পুরোপুরি বাঙালি । আমি অ্যাংলো নই । যাকে বলে ভেতো বাঙালি । আমার এটা দ্বিতীয় কাজ । আমার হিরো টাব্বুরও দ্বিতীয় কাজ এটা । নতুন হিসেবে অনেকের সাপোর্ট পেয়েছি । খরাজদা, শান্তিলালদা, রজতাভদার অনেক সাপোর্ট পেয়েছি । যে ধরনের গল্প তা এই তিনজন ছাড়া সম্ভব হত না । আমি প্রযোজককে বলেছিলাম এই তিনজনকে একসঙ্গে পেলে কাজটা করা যাবে । পাই অবশেষে । অনেক গাইডেন্স পেয়েছি এঁদের ।"

এই ছবিতে নায়িকা চরিত্রে দেখা যাবে রিতিকাকে ৷ তাঁর সম্পর্কে বলতে গিয়ে পরিচালক বলেন, "গল্পের নায়িকা রিতিকা খুব সাপোর্টিভ । সব সিচ্যুয়েশন মানিয়ে নিতে পারে । নর্থ বেঙ্গলে ছোটখাটো সমস্যা হয়েছিল । শুধু রিতিকা নয়, সবাই অ্যাডজাস্ট করেছিল সেই সব সমস্যা । এটা খুব ভালো লেগেছে আমার । হিরোর অভিনয় দারুণ । মনে হবে না ওঁর সেকেন্ড মুভি । এটা পুরোপুরি ডার্ক ছবি । দুজনেরই জীবন খুব অগোছালো । সমস্যায় ভরপুর । দুজনেই রয়েছে খারাপ অবস্থায় । লড়াই করছে দুজনেই । এ রকমটা সচরাচর দেখা যায় না ।"

আরও পড়ুন: ভালোবাসার অন্য সংজ্ঞা নিয়ে আসছে ঋতুপর্ণা নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি 'অন্তরতর'

'ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্ট' এবং পিপিএফ এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় পর্দায় আসবে এই ছবি । ছবির জন্য গান বেঁধেছেন দেব সেন । ডিওপি মুরলি ওয়াই কৃষ্ণা । ফাইট মাস্টার রাজেশ খান্না । টাব্বু, রিতিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোমা মুখোপাধ্যায়, আরিয়সী সিন্থিয়া প্রমুখ । ছবিতে গান গেয়েছেন আরমান মালিক, দেব নিয়োগী, নাকাশ আজিজ এবং জোনিতা গান্ধি । ছবির মুক্তির দিনক্ষণের ব্যাপারে কিছু জানা যায়নি এখনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.