ETV Bharat / entertainment

Dunki Teaser release Date: আসছে ডাঙ্কির টিজার, এই দিন অনুরাগীদের বিশেষ উপহার দিতে চলেছেন বলিউড বাদশা

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 10:47 PM IST

বাদশার তরফ থেকে বিশেষ উপহার অনুরাগীদের ৷ কবে আসবে 'ডাঙ্কি'র টিজার জানা গেল তারিখ ৷

Etv Bharat
আসছে ডাঙ্কির টিজার

হায়দরাবাদ, 30 অক্টোবর: ছবি মুক্তি ঘিরে তারিখ নিয়ে বহু আলোচনা থাকলেও 'ডাঙ্কি'র টিজার কবে আসবে, তা নিয়ে কোনও সন্দেহের কোনও অবকাশ নেই ৷ আফটার অল কিং খানের জন্মদিন বলে কথা ৷ স্পেশাল তো বনতা হ্যায় ! জানা গিয়েছে, বাদশা শাহরুখের জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার হিসাবে সামনে আসছে বহু প্রতীক্ষীত 'ডাঙ্কি' ছবির টিজার ৷

2 নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ৷ ওই দিন শাহরুখ অনুরাগীদের কাছে বিশাল বড় উৎসব উদযাপনের দিন ৷ সেই উৎসবের দিনই অনুরাগীদের বিশেষ চমক দিতে প্রস্তুত রাজকুমার হিরানি ও শাহরুখ খান ৷ সূত্রের খবর, 'ডাঙ্কি'র টিজার আসতে চলেছে 2 নভেম্বর ৷ বাদশার ফ্যানেদের কাছে এর থেকে বড় খবর আর কীইবা হতে পারে! শুধু তাই নয়, শোনা গিয়েছে, শাহরুখ তাঁর অনুরাগীদের জন্য স্পেশাল বার্থডে ইভেন্টের আয়োজনও করতে চলেছেন মুম্বইয়ে ৷ যেখানে অনুরাগীদের সঙ্গে স্বয়ং শাহরুখ খান দেখবেন ডাঙ্কির টিজার ৷

ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে 'ডাঙ্কি' ৷ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মস ও জিও স্টুডিয়ো যৌথভাবে ছবি প্রযোজনার দায়িত্ব সামলেছে ৷ সূত্রের খবর, প্রোডাকশন হাউসের তরফে দু'টি টিজার তৈরি করা হয়েছে ৷ একটি এক মিনিটের মতো এবং অন্যটি দু'মিনিটের কাছাকাছি ৷ তবে 2 নভেম্বর কোনটা মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রাজকুমার হিরানির ছবি মানেই চমক ৷ লার্জার দ্যান লাইফকে গল্পের বুননে কীভাবে ধরে রাখতে হয়, তা ভালো মতোই জানেন পরিচালক ৷ আর সেই কারণের তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন বড় বড় তারকারাও ৷ সেই ঝলকই যেন ধরা পড়েছিল 'ডাঙ্কি' ছবির অ্যানাউন্সমেন্ট টিজারে ৷ 'পাঠান' ও 'জওয়ান' ছবির সুপার সাকসেসের পর শাহরুখকে যে দর্শক নতুনভাবে আবিষ্কার করবে, তা আগেই পরিচালক জানিয়েছিলেন ৷ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে সোশাল কমেডি ছবি তৈরি করেছেন পরিচালক ৷ যেখানে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাপসী পান্নুকেও ৷ কেমন হবে সেই ছবি, তা জানতে এখন শুধু অপেক্ষা ক্রিসমাসের ৷

আরও পড়ুন: সামনে রজনীকান্ত! বিদেশের মাটিতে রেকর্ডের পথে বিজয়ের 'লিও'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.