ETV Bharat / entertainment

Dream Girl 2 New Poster: খোলা চুলে পরনে লেহেঙ্গা, নয়া ছবির নতুন লুকে আয়ুষ্মানে তাজ্জব নেটপাড়া

author img

By

Published : Jul 25, 2023, 5:00 PM IST

মুক্তি পেল আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল 2' ছবির নতুন পোস্টার ৷ দেখুন পূজার নতুন লুক ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী মাসেই ৷

Dream Girl 2 New Poster
নতুন লুকে আয়ুষ্মান

হায়দরাবাদ, 25 জুলাই: এর আগেই অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো জারি করে আয়ুষ্মান জানিয়েছিলেন 'ড্রিম গার্ল' ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পেতে চলেছে অগস্টেই ৷ আর ফার্স্ট লুক আসতে চলেছে 25 জুলাই ৷ সেইমতোই এবার সামনে এল ছবির নতুন পোস্টার ৷ যেখানে দেখা গেল আয়ুষ্মান খুরানার নয়া লুক ৷ মেয়ের সাজে তাঁকে কেমন লাগে তা দেখার জন্য় আরও একবার মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে মঙ্গলবার তাঁর সেই আশা পূরণ হল ৷ মুক্তি পেল 'ড্রিম গার্ল 2' ছবির ফার্স্ট লুক ৷

ছবির যে পোস্টার সামনে এনেছেন নির্মাতারা তাতে একাধারে তিনি পুরুষ আর অন্যদিকে রয়েছেন নারী বেশে ৷ পোস্টারে দেখা গিয়েছে পূজা বেশী আয়ুষ্মানের মাথায় লম্বা পরচুলা, পরণে লেহেঙ্গা আর হাতে লিপস্টিক ৷ ছবিতে মূলত উঠে এসেছে একটি মেক-আপ রুমের দৃশ্য় ৷ সেখানে আয়নার একদিকে রয়েছেন নারীবেশী আয়ুষ্মান, অন্যদিকে তিনি রয়েছেন পুরুষ বেশেই ৷

'ড্রিম গার্ল 2' ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর এবং শোভা কাপুর ৷ ছবিটির নতুন পোস্টার শেয়ার করে আয়ুষ্মান এদিন লেখেন,"এতো শুধু প্রথম ঝলক ৷ যে কোনও জিনিসই বাস্তবের চেয়ে আয়নায় দেখতে বেশি ভালো লাগে ৷" ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনন্যা পাণ্ডে ৷

আরও পড়ুন: কোয়েল থেকে শুভশ্রী, 'মহানায়ক সম্মান' পেলেন একঝাঁক চেনা মুখ

ছবির প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল 2019 সালে ৷ বিপুল জনপ্রিয়তা লাভ করে রাজীব শাণ্ডিল্য় পরিচালিত এই ছবি ৷ এবার তাঁর হাত ধরেই আসতে চলেছে ছবির নতুন অধ্যায় ৷ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 25 অগস্ট ৷ প্রথমে অবশ্য় কথা ছিল 7 জুলাই মুক্তি পেতে পারে এই ছবি ৷ তবে পরে এই তারিখ বদল করেন নির্মাতারা ৷ তবে আয়ুষ্মানের এই ছবির জন্য় যে অপেক্ষা করে রয়েছেন অনেকেই তা বলাই বাহুল্য ৷ অন্য়দিকে অনন্যাকেও প্রমাণ দিতে হবে তাঁর অভিনয় দক্ষতার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.