ETV Bharat / entertainment

Yaariyan 2 Promotion: 'ইয়ারিয়া 2'র প্রচারে কলকাতায় দিব্যা খোশলা কুমার, পুজো দিলেন কালীঘাটে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 10:46 PM IST

'ইয়ারিয়া 2' ছবির প্রচারে কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার ৷ বিপরীতে তাঁর অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে পুজো দিলেন কালীঘাটেও ৷

Etv Bharat
'ইয়ারিয়া 2'র প্রচারে কলকাতায় দিব্যা খোশলা কুমার

কলকাতা, 8 সেপ্টেম্বর: 20 অক্টোবর পুজোর আবহেই মুক্তি পেতে চলেছে হিন্দি ছবি 'ইয়ারিয়া টু'। বলিউডের এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যেতে চলেছে যশ দাশগুপ্তকে ৷ বিপরীতে রয়েছেন দিব্যা খোশলা কুমার ৷ বৃহস্পতিবার ছবির প্রচারে অভিনেত্রী পা রাখেন কলকাতায় ৷ শুক্রবার পুজো দিলেন কালীঘাটের মন্দিরে ৷

বৃহস্পতিবার ছবির নায়িকা দিব্যাকে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন টলিউডের অভিনেতা যশ দাশগুপ্ত। দিব্যা এদিন প্লেন থেকে নেমে নায়ক যশের কাছ থেকে উষ্ণ স্বাগত পাওয়ার পর হলুদ ট্যাক্সিতে করে ঘুরে দেখেন শহর কলকাতা ৷ শুক্রবারও অভিনেতার সঙ্গে কলকাতা ঘুরলেন বলিউডের অভিনেত্রী। কালীঘাটের মন্দির থেকে শহরের নামজাদা মিষ্টান্ন ভাণ্ডার- ঢুঁ মারলেন সব জায়গায়। এদিন ছবির শুভ কামনায় কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দেন যশ দাশগুপ্ত এবং দিব্যা খোশলা কুমার।

Yaariyan 2 Promotion
হলুদ ট্যাক্সি চড়ে কলকাতা ঘুরলেন দিব্যা

একেবারে বাঙালি সাজে দেখা গিয়েছে অভিনেত্রী দিব্যাকে ৷ লাল পাড় সাদা শাড়ি, হাতে শাঁখাপলা-সহ দিব্যাকে দেখাচ্ছিল যেন বাঙালি বধূ। অভিনেত্রীর মিষ্টি এই সাজ মুগ্ধ করেছে নেটিজেনদের ৷ মূলত, 'ইয়ারিয়ান 2'-র পরিচালনায় রাধিকা রাও এবং বিনয় সাপ্রুর। এই ছবিতে যশ দাশগুপ্ত, দিব্যা খোসলা কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ওয়ারিনা হুসেন, মিজান জাফরি, পার্ল পুরি, প্রিয়া, প্রকাশ ভারিয়ার এবং আনাসওয়ারা রাজন।

আরও পড়ুন: 'জওয়ান'-প্রশংসায় পঞ্চমুখ রাজামৌলি, 'মাস হিরো' হতে চাইলেন কিং খান!

ছবিটি আসলে 2014 সালের মালায়লাম সিনেমা 'ব্যাঙ্গালোর ডেজ'- এর হিন্দি ভার্সন। ইতিমধ্যেই রিলিজ করেছে ছবির প্রথম গান 'সিমরোঁ তেরা নাম'। গান দেখলে খানিকটা আন্দাজ করা যায়, লাডলি ওরফে দিব্যা ও অভয় ওরফে যশের সম্পর্কের চড়াই উতরাইকে ঘিরে এগিয়েছে ছবির চিত্রনাট্য ৷ কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন দুই তারকাই ৷ 'ইয়ারিয়া 2' ছবির ট্রেলারের মতোই নতন এই গানে যশ ও দিব্যার কেমিষ্ট্রি মুগ্ধ করেছে দর্শকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.