ETV Bharat / entertainment

Devi Chowdhurani: লাল মলাট, সোনার জলে 'দেবী চৌধুরানী'র চিত্রনাট্য বাঁধালেন পরিচালক শুভ্রজিৎ

author img

By

Published : Apr 25, 2023, 10:20 AM IST

Updated : Apr 25, 2023, 10:36 AM IST

কাজ তাঁর এমনই ৷ 'অভিযাত্রিক'-এর পর 'দেবী চৌধুরানী'র চিত্রনাট্য বাঁধিয়ে রাখলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ৷

Etv Bharat
দেবী চৌধুরানীর চিত্রনাট্য বাঁধালেন পরিচালক শুভ্রজিৎ

কলকাতা, 25 এপ্রিল: ছোটবেলা থেকে একটা কথা শুনে আমরা প্রায় সকলেই বড় হই ৷ "কাজ করলেই হল না, কাজটা মন দিয়ে আর যত্ন দিয়ে করতে হয় ।" কিন্তু আমরা সেই কথা শুনি আর মেনে চলি ক'জন ? হাতে গুনে কয়েকজন হবে হয়তো । সেই কয়েকজনের মধ্যে একজন হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র । কেন হঠাৎ এমন কথা বলা হচ্ছে ভাবছেন তো ? তা হলে বলি ।

সকলেই জানেন তিনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত ৷ তাঁর আগামী ছবি 'দেবী চৌধুরানী'র কাজ নিয়ে । এই ছবির জন্য গবেষণা, কাহিনি, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা সবই তাঁর । 'দেবী চৌধুরানী'র চিত্রনাট্যের মাস্টার কপি তিনি এবার বাঁধিয়ে রাখলেন লাল রঙা চামড়ার মলাটে সোনার জলে লিখে অতি যত্নে । এহেন যত্নের ছাপ তিনি আগেও রেখেছিলেন তাঁর 'অভিযাত্রিক'-এর সময়েও ।

শুভ্রজিতকে মঙ্গলবারের সাত সকালে এই ব্যাপারে তাঁর আবেগের কথা জানতে চাইলে তিনি বলেন, "আমি সব কাজ সবসময়ই যত্ন নিয়ে সর্বাঙ্গীন সুন্দর করে এবং গুছিয়ে করতে চাই । ধর তক্তা মার পেরেক - এরকম কাজে বিশ্বাসী নই আমি । অভিযাত্রিকের মাস্টার কপিও আমি এভাবেই বেঁধেছিলাম মলাটে । এবারও বাঁধলাম দেবী চৌধুরানীকে । একটা কপি আমার নিজের, একটা প্রযোজকের জন্য, একটা শ্রাবন্তী, আরেকটা বুম্বা দা'র জন্য । সব মিলিয়ে চারটে কপি ছাপানো হয়েছে । যাঁদের নিয়ে ছবি, তাঁদেরই যদি না দিই তা হলে কীভাবে হয় ?"

প্রসঙ্গত, এই ছবিতে দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে । ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এই ছবির সঙ্গে আগের 'দেবী চৌধুরানী' ছবির মিল খুঁজতে যাওয়া ঠিক নয় । শুভ্রজিতের ছবি তৈরি হবে একেবারেই তাঁর গবেষণার উপরে নির্ভর করে ৷ ছবি ঘোষণার শুরুতেই এ কথা জানিয়ে দিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ।

আরও পড়ুন : 'দেবী চৌধুরানী'র চিত্রনাট্যের ঝলক শেয়ার করলেন শুভ্রজিৎ

Last Updated :Apr 25, 2023, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.