ETV Bharat / entertainment

'আমার ছেলে ট্যালেন্টেড', ছবি হিট হতেই ধর্মেন্দ্রর মুখে প্রশংসা ববির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 2:58 PM IST

Dharmendra on Bobby: আবরার উল হকের চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করেছেন ববি দেওল ৷ রণবীর কাপুরের পাশাপাশি প্রশংসিত হয়েছে ববির স্ক্রিন প্রেজেন্স ৷ ছেলেকে নিয়ে সোশাল মিডিয়ায় গর্ব প্রকাশ ধর্মেন্দ্রর ৷

Etv Bharat
ধর্মেন্দ্রর মুখে প্রশংসা ববির

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: 'অ্যানিম্যাল' ছবি মুক্তির পর ববি দেওলের অভিনয়ের প্রশংসা করেছেন অনুরাগীরা ৷ কিন্তু চুপ ছিলেন বাবা ধর্মেন্দ্র ৷ অবশেষে সোশাল মিডিয়ায় ছেলেকে নিয়ে মুখ খুললেন প্রখ্যাত অভিনেতা ৷

সোমবার সোশাল মিডিয়ায় অ্যানিম্যাল ছবিতে ববির একটি দৃশ্য তুলে ধরেন তিনি ৷ ক্যাপশনে লেখেন, "আমার ট্যালেন্টেড ছেলে ৷" এরপর একাধিক হার্ট ইমোজি ব্যবহার করেন ধর্মেন্দ্র ৷ বাবার কাছে এই প্রশংসা সবচেয়ে বড় উপহার ববির ৷ তিনি পোস্টে উত্তর দিয়ে লেখেন, "তোমাকে ভালোবাসি পাপা ৷"

ছবি মুক্তির পর মুম্বইয়ে পাপারাৎজির মুখোমুখি হয়েছিলেন ববি ৷ সেখানে দর্শকদের প্রতি হাত জোড় করে ভালোবাসা ও ধন্যবাদ জানান তিনি ৷ তিনি বলেন, "সকলকে ধন্যবাদ ৷ আমার প্রতি ভগবান সত্যিই দয়ালু ৷ এত ভালোবাসা পেয়েছি এই ছবির জন্য ৷ এমন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি ৷" এই কথা বলতে বলতে চোখে জল চলে আসে ববির ৷ দীর্ঘ সময় পর আবার সিনে পর্দায় ফিরেছেন ববি দেওল ৷ 2018 সালে রেস 3 দিয়ে তিনি শুরু করেন জার্নি ৷ এরপর 'আশ্রম' সিরিজ নতুন করে চর্চায় নিয়ে আসে ববি দেওলকে ৷ এবার অন্যরকম চরিত্রে ববিকে দেখে মুগ্ধ দর্শকরাও ৷

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা ও ত্রিপ্তী দামরিকে ৷ ছবির গল্প আবর্তিত হয়েছে বাবা-ছেলের টক্সিক সম্পর্ককে কেন্দ্র করে ৷ সেখান থেকে কীভাবে ছেলে অন্ধকার দুনিয়ায় ঢুকে পড়ে পরিবারকে বাঁচাতে, তা নিয়ে এগিয়েছে কাহিনী ৷ ইতিমধ্যেই এই ছবি বক্সঅফিসে ভালো আয় করে নিয়েছে ৷ ওয়ার্ল্ড ওয়াইড এই ছবি 200 কোটি টাকার ওপর আয় করেছে ৷

আরও পড়ুন:

1. মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায়

2. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার

3. শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়, প্রকাশ্যে 'অথৈ'-এর অফিসিয়াল লোগো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.