ETV Bharat / entertainment

Bratya on Jhora Palok : 'তৃতীয় বিশ্বের সমাজ কবি-শিল্পী-সাহিত্যিকের গুরুত্ব বোঝে না'- জীবনানন্দ চরিত্র প্রসঙ্গে ব্রাত্য

author img

By

Published : Jun 14, 2022, 8:20 PM IST

Updated : Jun 14, 2022, 8:28 PM IST

কবি জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে তৈরি হয়েছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ঝরা পালক' । 24 জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ( Sayantan Mukherjee Directional Jhora Palok Will Release on 24th June) ৷ ছবিতে কবির কম বয়সের চরিত্রে দেখা যাবে রাহুলকে আর পরবর্তী বয়সের ছবি ফুটিয়ে তুলবেন ব্রাত্য ৷ তাঁর স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ।

Bratya on Jhora Palok
"তৃতীয় বিশ্বের সমাজ কবি- শিল্পী-সাহিত্যিকের গুরুত্ব বোঝে না"- জীবনানন্দ প্রসঙ্গে বললেন ব্রাত্য বসু

কলকাতা, 14 জুন: 24 জুন মুক্তি পেতে চলেছে সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত 'ঝরা পালক' ( Sayantan Mukherjee Directional Jhora Palok Will Release on 24th June)। কবি জীবনানন্দ দাশের জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। এখানে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাট্যকার-মন্ত্রী ব্রাত্য বসুকে । তাঁর স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে থাকছেন ওপার বাংলার জয়া এহসানকে । চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'ঝরা পালক'। 2020 সালে নির্মিত এই ছবির মুক্তি নানা কারণে পিছিয়ে যায় । অবশেষে 24 জুন মুক্তি পাচ্ছে এই ছবি ।

কম বয়সের জীবনানন্দের চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সজনিকান্ত দাসের ভূমিকায় দর্শকরা দেখবেন দেবশঙ্কর হালদারকে, বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন, প্রেমেন মিত্রর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সত্যানন্দ দাসের ভূমিকায় শান্তিলাল মুখোপাধ্যায়, কুসুম কুমারী দাসের ভূমিকাউ শ্রীলা মজুমদার, সুধীন্দ্রনাথ দত্তর ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত, ডি কে গুপ্তর ভূমিকায় পবন কানোড়িয়া এবং সমীর সেনের চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চট্টোপাধ্যায়কে ।

জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করতে পেরে কেমন লেগেছে ব্রাত্য বসুর? অভিনেতা বলেন, "চরিত্রটাতে অভিনয় করার জন্য সায়ন্তন যখন বলল তখন ভাবলাম সময় বের করে না হয় করে ফেললাম চরিত্রটা । কিন্তু চরিত্রটা বুঝব কীভাবে? তাঁর কবিতা, উপন্যাস অনেক ছোট বয়স থেকেই পড়েছি । নিজের ব্যক্তিজীবন উনি ওনার উপন্যাসে অনাবৃত করে লিখেছেন । ওরকম একজন মানুষ সেই অর্থে সফল নন, সেই অর্থে কৃতী নন, একাকী নির্জন জীবন কাটিয়েছেন ৷ তাঁকে ফুটিয়ে তোলা খুব সহজ ছিল না । স্ত্রী'র সঙ্গে বনিবনা হত না তাঁর। মাত্র 54-55 বছর বয়সে মারা যাচ্ছেন, তাঁর জীবনটা কীভাবে ধরব? সেদিক থেকে দেখতে গেলে তিনি আত্মহত্যা করেছেন । এই তৃতীয় বিশ্বের অসংবেদনশীল সমাজ একজন কবি, শিল্পী, সাহিত্যিকের গুরুত্ব বোঝে না । তার ফলে জীবনানন্দ দাশের মতো একজন সেন্সেটিভ মানুষের কী পরিণতি হয় সেটা শাহাদুজ্জামান দেখিয়েছেন । সেটা এই চরিত্রটা করাতে আমাকে অনেক সহায়তা করেছে ।"

প্রসঙ্গত শাহাদ্দুজামানের লেখা 'একজন কমলালেবু' বইটি অনেক জীবনানন্দ প্রেমীর কাছেই আসলে একটি অনুবীক্ষণ যন্ত্রের চেয়ে কম কিছু নয় ৷ বাইরে থেকে দেখা এক চাপা স্বভাবের কবির জীবনকে অসামান্য ছন্দে ফুটিয়ে তুলেছেন তিনি ৷ ঠিক যেভাবে জীবনানন্দের কবিতাকে বুঝতে সাহায্য় করেছে বুদ্ধদেব বসুর লেখাপত্তর ৷ তেমনই তাঁর ব্যক্তিজীবনের উপর সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে লেখক শাহাদুজ্জামানের এই বইটিতে ৷ ছবির জন্য়ও তাই ব্রাত্যকে অনেকটাই সহায়তা করেছে লেখকের লেখা ৷ অন্যদিকে জয়া আহসানের কথায়, "'ঝরা পালক' চেনা ছকের বাইরের একটি ছবি। জীবনানন্দ দাশের কবিতার মতোই সুন্দর । কবির স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছি আমি । চেষ্টা করেছি। বাকিটা দর্শক বলবে ।"

জীবনানন্দ চরিত্র প্রসঙ্গে ব্রাত্য

আরও পড়ুন : 'তিরন্দাজ শবর'-এ সাফল্যের রেশ ধরে জীবনানন্দের বায়োপিকে কাজের সুযোগ, আপ্লুত শুভশ্রী

পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের কথায়, "জীবনানন্দ দাশ শহর কলকাতায় ব্রাত্য । অথচ তাঁর জীবনের দ্বারা অনুপ্রাণিত আমরা সকলেই । তাঁকে আমরা আমাদের জীবন থেকে বাদ দিতে পারি না । তাঁর ব্যক্তিগতজীবন উঠে আসবে এই ছবিতে । কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটা লোকে মাটিতে বসে দেখার পর মনে হয় ছবিটা একটু ভালোভাবে হলে রিলিজ করব । মানুষের আজও জীবনানন্দ দাশকে নিয়ে আগ্রহ আছে বুঝি সেদিনই । 24 জুন রিলিজ হতে চলেছে । দেখা যাক কেমন সাড়া পাই ।"

Last Updated :Jun 14, 2022, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.