ETV Bharat / entertainment

Anindya Sarkar on lobby system: বড় বড় প্রযোজনা সংস্থায় নিজস্ব লবি তৈরি হয়ে গিয়েছে: অনিন্দ্য সরকার

author img

By

Published : Apr 24, 2022, 2:27 PM IST

Big production houses work with their own lobby members, says Anindya Sarkar
বড় বড় প্রযোজনা সংস্থায় নিজস্ব লবি তৈরি হয়ে গিয়েছে: অনিন্দ্য সরকার

বড় বড় প্রযোজনা সংস্থায় নিজস্ব লবি তৈরি হয়ে গিয়েছে (Big production houses work with their own lobby)৷ বললেন তথাগত ভট্টাচার্যর 'আকরিক' ছবির (new Bengali film Akorik) অভিনেতা তথা পরিচালক অনিন্দ্য সরকার (Anindya Sarkar on lobby system)৷

কলকাতা, 24 এপ্রিল: পরিচালক তথাগত ভট্টাচার্যর 'আকরিক' ছবির (new Bengali film Akorik) আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল । শহরের এক পাঁচতারা হোটেলে হাজির ছিলেন ছবির সকল কুশীলব । এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । ভিক্টর বন্দ্যোপাধ্যায় এ দিন হাজির থাকতে পারেননি । তিনি বার্তা দেন মুসৌরি থেকে ।

এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা-পরিচালক অনিন্দ্য সরকারকে । খুব কম সময়ের জন্য একটি চরিত্রে রয়েছেন তিনি । পরিবার এবং সম্পর্কের গল্প বলবে এই ছবি । ঋতুপর্ণাকে দেখা যাবে সিঙ্গল মাদারের ভূমিকায় । কিন্তু কেন তিনি সিঙ্গল হলেন সেটাও এই ছবিতে দেখার একটি দিক ।

প্রসঙ্গত, অনিন্দ্য সরকার (Anindya Sarkar on lobby system) কেবল একজন দক্ষ অভিনেতাই নন, তিনি একজন পরিচালকও বটে । বাংলা ধারাবাহিক এবং বাংলা ছবি দুইই বানিয়েছেন দাপটের সঙ্গে । তবে, আজকাল তাঁকে পরিচালনায় সে ভাবে পাচ্ছে না ইন্ডাস্ট্রি । বরং অভিনয়ই করছেন নিয়মিত ৷ কিন্তু এই ছবিতে এত কম সময়ের জন্য তাঁকে কেন দেখা যাবে ? এই প্রশ্নের উত্তরে অভিনেতা-পরিচালক অনিন্দ্য জানান, "কোনও চরিত্রই ছোট নয় । প্রত্যেকটারই গুরুত্ব আছে বলে আমি মনে করি । আমার এই চরিত্রটাই বুঝিয়ে দেয় যে, এই মহিলা মানে ঋতুপর্ণা ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন । কেন সে সিঙ্গল মাদার ? ঋতুপর্ণার চরিত্রের গল্পটা তৈরি করে দেয় আমার চরিত্রটি ।"

আরও পড়ুন: Rituparna Sengupta New Movie : এবার পর্দায় সিঙ্গল মাদারের ভূমিকায় ঋতুপর্ণা, আসছে 'আকরিক'

মুখোমুখি অনিন্দ্য সরকার

জানতে চাওয়া হয়, আজকাল যৌথ পরিবার, ছোট পরিবার নিয়ে অনেক গল্প হচ্ছে বড় ও ছোট পর্দায় । তাঁরও ইচ্ছা আছে নাকি এ রকম কোনও বিষয় নিয়ে ছবি বানানোর ? উত্তরে অনিন্দ্য সরকার বলেন, "এ রকমও করতে পারি আবার অন্য রকমও করতে পারি । তার জন্য প্রযোজক পেতে হবে । নিজের কিছু ভাল গল্পও আছে । কিন্তু ভাল প্রযোজক পাচ্ছি না । পাওয়া গেলে করব । ইচ্ছে আছে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার । অনেক গল্প কিলবিল করে মাথায় । আজকাল বড় বড় প্রযোজনা সংস্থায় নিজস্ব লবি তৈরি হয়ে গিয়েছে । তারা নির্দিষ্ট কিছু লোক দিয়ে কাজ করায় । একদিকে হয়ত ভাল, কাজটা করাতে সুবিধা হয় তাদের । কিন্তু বাকিরাও যে কাজ কর‍তে পারে বা ভাল কাজ করার জন্য বসে আছে সেটার খোঁজ রাখে না তারা । একটু তাদের সুযোগ দিয়ে দেখতে পারে । ভাল না হলে আর ডাকল না । অসুবিধা নেই তো তাতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.