ETV Bharat / entertainment

Bhumi in Kolkata: 'বিদায় কলকাতা', প্রথম সফরেই তিলোত্তমার প্রেমে পড়লেন ভূমি

author img

By

Published : Jul 3, 2023, 2:30 PM IST

রবিবার হঠাৎ কলকাতায় দেখা মিলল অভিনেত্রী ভূমি পেড়নেকরের ৷ খাওয়া দাওয়া থেকে কলকাতা দর্শন নিয়েই মেতে রইলেন নায়িকা ৷

Bhumi in Kolkata
প্রথমবার কলকাতায় ভূমি

কলকাতা, 3 জুলাই: কিছুদিন আগেই অনুভব সিনহার 'ভিড়' ছবির জন্য প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর ৷ সম্প্রতি সুধীর মিশ্রর 'আফওয়া' ছবিতেও নজর কেড়েছে তাঁর অভিনয় ৷ এহেন ভূমিকে সম্প্রতি দেখা গেল কলকাতায় ৷ কেমন কাটল তাঁর তিলোত্তমা সফর ? ঝটিকা সফরে রবিবার তিলোত্তমায় হাজির বলিউডের এই খ্যাতনামা নায়িকা ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর বলছে, এদিনই প্রথমবার কলকাতায় পা রাখলেন এই বিটাউন সুন্দরী ৷ তাঁর ইনস্টাগ্রামে কলকাতা সফরের সমস্ত আপডেটই দিয়েছেন ভূমি ৷ কলকাতা ছাড়ার পরেও এল আপডেট ৷ সুন্দর একটি স্টোরি পোস্ট করে তিনি বিদায় জানালেন অনুরাগীদের ৷

কলকাতা মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি, বড় বাজার, প্রিন্সেপ ঘাট ৷ কিন্তু এই সমস্তকিছুর মাঝে অনেকেই ভুলে যান কলকাতার ঐতিহ্য হল ট্রাম ৷ তিনশো বছরেরও বেশি পুরোনো এই শহরে ট্রাম এসেছিল ইংরেজ শাসকদের হাত ধরে ৷ আজও তা কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ ৷ ঠিক সেইদিকেই নজর গেল নায়িকার ৷ ভূমি শেয়ার করে ট্রামের একটি ছোট্ট রিলস ৷ উপরে লিখলেন, 'ভালোবাসা কলকাতা' ৷ অভিনত্রী যে ট্রামটিকে বেছেছেন সেখানে দেখা গেল সত্যজিৎ রায়ের একটি পোট্রেটও ৷

Bhumi in Kolkata
দেখুন ভূমির কলকাতা সফরের ঝলক

অন্যদিকে আরেকটি ছবিতে তিনি শেয়ার করেছেন কলকাতার খাবার দাবারের ঝলক ৷ ছবিতে দেখা মিলেছে কলকাতার বিখ্য়াত কচুরি এবং তরকারির ৷ ছবিতে তিনি লিখেছেন, "কলকাতায় এসে যে খাবার আর ভালোবাসা পেলাম তাতে আমার পেট মন দু'টোই ভরে গিয়েছে ৷" আজও ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন নায়িকা ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে গাড়ির ভিতরে বসে রয়েছেন তিনি ৷ আর ক্যাপশানে তিনি লিখেছেন "বিদায় (আসলে নায়িকা শেয়ার করেছেন বিদায় জানানোর ইমোটিকন) কলকাতা ৷"

আরও পড়ুন: রূপকথার গল্পের মতোই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন সৃজিতা মাইকেল

ভূমি সাধারণত একটু অন্য ধরনের ছবিতেই কাজ করতে ভালোবাসেন ৷ তাঁকে যে ধরনের কাহিনি বেছে নিতে দেখা যায় তাতে কোনও কোনও সামাজিক বার্তা নিশ্চিতভাবেই থাকে ৷ তা সে 'বধাই দো' হোক বা 'শুভমঙ্গল জাদা সাবধান' ৷ আগামী দিনে তাঁকে আবার নতুন অবতারে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.