ETV Bharat / entertainment

Akanksha Dubey Demise: 25 বসন্ত পেরিয়েই থামল পথচলা! প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবে, হোটেল থেকে দেহ উদ্ধার

author img

By

Published : Mar 26, 2023, 5:05 PM IST

প্রয়াত হয়েছেন ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে (Bhojpuri actress Akanksha Dubey suicide) ৷ উত্তরপ্রদেশের বারাণসীর এক হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ মাত্র 25 বছর বয়সেই আত্মহননের পথে বেছে নেন তিনি ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ৷ তদন্ত শুরু করেছেন পুলিশ ৷

Etv Bharat
প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবে

বারাণসী, 26 মার্চ: প্রয়াত হয়েছেন ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে (Bhojpuri actress Akanksha Dubey died by Suicide) ৷ উত্তরপ্রদেশের বারাণসীর এক হোটেল থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ মাত্র 25 বছর বয়সেই আত্মহননের পথে বেছে নেন তিনি ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ৷ তদন্ত শুরু করেছেন পুলিশ ৷ 2019 সালে ভোজপুরি ছবি 'মেরি জাঙ্গ মেরা ফইসলা'- ছবি দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভোজপুরি ছবির জগতে ৷

পুলিশ সূত্রে খবর, বারাণসীতে পরবর্তী একটি প্রোজেক্টের কাজ করছিলেন অভিনেত্রী আকাঙ্খা ৷ শনিবার শুটিং শেষে ফিরে আসেন হোটেল সারনাথে ৷ হোটেল রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, মৃত্যুর কিছুক্ষণ আগেও সোশাল মাধ্যমে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন আকাঙ্খা ৷ সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল খোশ মেজাজাই ৷ ভোজপুরি গান, 'হিলোরে মারে..'র তালে নিজের বেলি ডান্স স্কিল অভিনেত্রী শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ এছাড়াও অভিনেতা পাবন সিং-এর সঙ্গে অভিনেত্রীর একটি মিউজিক ভিডিয়ো প্রকাশিত হয়েছে ৷ ৷ এরপরেই অভিনেত্রী আকাঙ্খার আত্মহত্যার (Akanksha Dubey Suicide) খবর সামনে আসে ৷

উত্তরপ্রদেশের মীর্জাপুরের বাসিন্দা আকাঙ্খা ৷ 1997 সালের 21 অক্টোবর জন্ম তাঁর ৷ ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর ৷ সোশাল মাধ্যমে আকাঙ্খার অনেক নাচ ও অভিনয়ের ক্লিপিংস রয়েছে, যা অনুরাগীরা পছন্দ করতেন ৷ মা-বাবা চাইতেন মেয়ে পুলিশ অফিসার হোক, কিন্তু বিনোদন জগতে নিজের কেরিয়ার তৈরি করতেই 2019 সালে 'মেরি জাঙ্গ মেরা ফইসলা' ছবি দিয়ে সিনে জগতে আত্মপ্রকাশ করেন অকাঙ্খা ৷ এরপরে 'বীরো কে বীর', 'ফাইটার কিং'-র মতো ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী ৷ খুব কম বয়সেই মনোরঞ্জনের দুনিয়ায় দর্শকদের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন আকাঙ্খা ৷ তাঁকে ভোজপুরি ছবির জগতের 'ড্রিম গার্ল' বলা হতো ৷ পাশাপাশি প্রেমের সম্পর্কও তৈরি হয়েছিল সহ-অভিনেতা সমর সিং-এর সঙ্গে ৷ 2023-এর ভ্যালেন্টাইনসের দিনে রোমনান্টিক একটি পোস্ট শেয়ার করেছিলেন আকাঙ্খা ৷

আরও পড়ুন: অস্কারের হুল্লোড় ছেড়ে আরও এক হস্তীশাবককে পালন-পোষণে মন দিলেন মাহুত দম্পতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.