ETV Bharat / entertainment

Dream Girl 2 Release Date: জওয়ান-আদিপুরুষের সঙ্গে লড়াই এড়িয়ে নয়া মুক্তির দিন বাছল 'ড্রিম গার্ল 2'

author img

By

Published : Apr 24, 2023, 5:21 PM IST

জুলাই মাসে মুক্তি পাবে না 'ড্রিম গার্ল 2' । আয়ুষ্মান-অনন্যার এই ছবি পর্দায় আসতে চলেছে আগস্টের শেষে ।

Dream Girl 2 New Release Date
সামনে এল ড্রিম গার্ল 2 ছবি মুক্তির নতুন দিনক্ষণ

হায়দরাবাদ, 24 এপ্রিল: আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডে আগামী দিনে স্ক্রিনশেয়ার করতে চলেছেন 'ড্রিম গার্ল 2' ছবিতে ৷ এই ছবির প্রথম পর্ব বক্স অফিসে প্রশংসা কুড়িয়েছিল দর্শক এবং সমালোচকদের ৷ এবার আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব অর্থাৎ সিক্যুয়েল ৷ তবে তার জন্য় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের ৷ কারণ নির্মাতারা আরও একবার বদল করলেন ছবির মুক্তির দিনক্ষণ ৷ ছবিটি এর আগে মুক্তি পাওয়ার কথা ছিল 7 জুলাই ৷

বালাজি মোশন পিকচার্সের ব্যানারে এবং একতা কাপুরের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই ছবি । তবে জুলাই মাসে নয়, এবার মাসখানেক পিছিয়ে গেল ছবিমুক্তির দিন ৷ নয়া ঘোষণা অনুযায়ী 'ড্রিম গার্ল 2' ছবিটি পর্দায় আসছে আগামী 25 অগস্ট । এই নতুন তারিখের ঘোষণা সামনে এসেছে পূজার কণ্ঠস্বরে । পূজা জানিয়েছে, চারবছর পর ফিরছে ড্রিম গার্ল পূজা । তাই প্রস্তুতিও ঠিক সেরকমই হওয়া দরকার । আর তাই আরেকটু অপেক্ষা করতে হবে দর্শকদের ।

2019 সালে মুক্তি পাওয়া আয়ুষ্মানের 'ড্রিম গার্ল' ছবিটি ছিল বিগ হিট । আয়ুষ্মান এবং অনন্যা ছাড়াও এই ছবির নতুন পার্টে দেখা যাবে বিজয় রাজ, মনজোত সিং, অন্নু কাপুর, আসরানি এবং পরেশ রাওয়ালের মতো অভিনেতা-অভিনেত্রীদের । আগে যদিও জুলাই মাসে এই ছবির পর্দায় আসার কথা ছিল কিন্তু অনেকেই বলছেন নির্মাতারা এই ছবির তারিখ পিছিয়ে নিলেন 'জওয়ান' এবং 'আদিপুরুষ' ছবির মুক্তির কথা মাথায় রেখেই ।

শাহরুখ-নয়নতারার 'জওয়ান' এবং প্রভাস-কৃতির 'আদিপুরুষ' দুটি ছবিই পর্দায় আসতে চলেছে আগামী জুন মাসে । শাহরুখের 'জওয়ান' প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে 2 জুন আর অন্যদিকে প্রভাসের 'আদিপুরুষ' আসবে 16 জুন । আর তাই এই দুই ছবির সঙ্গে বক্স অফিসে লড়াই এড়াতেই কিছুটা নিরাপদ দূরত্ব তৈরি করে নিল 'ড্রিম গার্ল 2' । এমনটাই দাবি ট্রেড অ্যানালিস্টদের।

আরও পড়ুন: নতুন গান 'সনক' নিয়ে আপত্তি ওঠায় ক্ষমা চাইলেন বাদশা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.