ETV Bharat / entertainment

Dream Girl 2 BO Prediction: সামনে সানি-অক্ষয়, বক্স অফিসে লড়তে তৈরি আয়ুষ্মানের 'ড্রিম গার্ল 2'

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:13 PM IST

বক্স অফিসে কেমন ওপেনিং করবে আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'ড্রিম গার্ল 2'? বিশেষজ্ঞরা বলছেন সিক্যুয়ালের হাত ধরে প্রথম দিনেই মোটা টাকা ঘরে তুলতে পারে ছবিটি ৷

Pic Ayushmann Khurrana Instagram
বক্স অফিসে কেমন ফল করবে ড্রিম গার্ল 2

হায়দরাবাদ, 24 অগস্ট: শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'ড্রিম গার্ল 2' ৷ এই ছবি নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে ৷ কিন্তু এই মুহূর্তে বক্স অফিসে রাজ করছে 'গদর 2' ৷ শুধুমাত্র ভারতীয় বক্স অফিসেই প্রায় 500 কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷ রাজ শাণ্ডিল্য পরিচালিত 'ড্রিম গার্ল 2' নিয়ে তাই কতটা জায়গা করতে পারবে সেই লড়াইয়ে সেটাই এখন দেখার ৷

এর আগেই মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চনের 'ঘুমর' ছবিটি ৷ আর বাল্কি পরিচালিত এই ছবি দুরন্ত প্রশংসা কুড়িয়েছিল সমালোচকদের কাছে ৷ কিন্তু অক্ষয়ের 'ওএমজি 2' এবং সানি দেওলের 'গদর 2' ছবির সামনে একেবারে দাঁড়াতেই পারেনি ছবিটি ৷ আয়ুষ্মানেরও কি একই অবস্থা হতে চলেছে ? কী বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট?

স্যাকনিল্কের দাবি, আয়ুষ্মানের এই নতুন ছবির অগ্রিম টিকিট বুক হয়েছে প্রায় 50 হাজার ৷ যার জেরে আসতে চলেছে 1.55 কোটি টাকা ৷ অন্য়দিকে প্রথম দিনে ছবির মোট আয় হতে পারে 10 কোটির কাছাকাছি ৷ এর আগে 2019 সালে মুক্তি পেয়েছিল অভিনেতার এই ছবির প্রথম পর্ব ৷ সেবারও 10 কোটি দিয়েই বক্স অফিসে খাতা খুলেছিল ছবিটি ৷ তবে যাই হোক না কেন এই ছবির দিকে যে সকলেই তাকিয়ে রয়েছেন তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন: অন্য় এক তোপসেকে নিয়ে হাজির অনীক দত্ত, মুক্তি পেল 'যত কাণ্ড কলকাতাতেই' এর পোস্টার

গত কয়েকটি ছবির দিকে তাকালে দেখা যায় একটিও হিট ছবি দিতে পারেননি আয়ুষ্মান খুরানা ৷ 2019 সালে মুক্তি পেয়েছিল 'বালা' ছবিটি ৷ 100 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল সেই ছবি ৷ এবারও এই রমকম ছবিটির হাত ধরে তেমনই সাফল্য চাইবেন আয়ষ্মান ৷ কিন্তু তা কতখানি ফলপ্রসু হবে সেটাই এখন দেখার ৷ ছবিতে তিনি জুটি বেঁধেছেন অনন্যা পাণ্ডের সঙ্গে ৷ আগামী দিনে তাঁদের এই জুটিকে কতখানি গ্রহণ করে দর্শক সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.