ETV Bharat / entertainment

Ayan Mukerji War 2: হৃতিকের 'ওয়ার 2' ছবির পরিচালনায় অয়ন, জানালেন ব্রহ্মাস্ত্র-এর পরবর্তী পর্বের কথাও

author img

By

Published : Apr 4, 2023, 2:07 PM IST

হৃতিকের 'ওয়ার 2' পরিচালনার দায়িত্বে অয়ন মুখোপাধ্য়ায় ৷ 'ব্রহ্মাস্ত্র' ছবির দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন তিনি ৷

Etv Bharat
ওয়ার 2 ছবির পরিচালনার দায়িত্বে অয়ন মুখোপাধ্য়ায়

মুম্বই, 4 এপ্রিল: 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রথম পর্বের সাফল্যের পর এখন দ্বিতীয় এবং তৃতীয় পর্বের জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷ মঙ্গলবার ছবি নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় ৷ তিনি একইসঙ্গে তাঁর এই ইনস্টাগ্রাম পোস্টে একটি 'খুব স্পেশাল ছবি'তে কাজ করার কথাওএ জানিয়েছেন ৷ যে ছবির কথা এখানে তিনি বলেছেন তা হল হৃত্বিকের ওয়ার ছবির পরবর্তী অধ্য়ায় ৷

যশ চোপড়া ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে এই ছবির দ্বিতীয় অধ্য়ায় ৷ এর আগেই আদিত্য় চোপড়া জানিয়েছিলেন একটি স্পাই ইউনিভার্স তৈরির কথা ৷ পাঠান ছবিতে সেই স্পাই ইউনিভার্সের সূত্রপাত হয়ে গিয়েছে ৷ ছবিতে দেখা গিয়েছে একইসঙ্গে শত্রু দমন করছে টাইগার এবং পাঠান ৷ এবার এই জগতে যোগ দেওয়ার কথা রয়েছে হৃতিকেরও ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের কথায়, "আদিত্য় খুব সুকৌশলে যশরাজ ফিল্মসের প্রতিটি স্পাই ইউনিভার্সের জন্য় জাহাজের ক্য়াপ্টেনকে বেছে নিচ্ছেন ৷ অয়ন দর্শকদের নাড়ির গতি বোঝেন তিনি বহু বড় হিট উপহার দিয়েছেন ৷ তিনি এও দেখিয়েছেন বিশাল স্কেলে একটি ছবি কীভাবে তৈরি করতে হয় ৷ আর এটাই ওয়ার 2 ছবির জন্য় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷"

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ওয়ার 2' ছবিটি যশরাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি হতে চলেছে ৷ আর এটাই যে অয়নের সেই 'খুব স্পেশাল ছবি' তা বলাই বাহুল্য ৷ তবে কবে ছবির শ্য়ুটিং শুরু তা অবশ্য় এখনও জানাননি তিনি ৷ মঙ্গলবার অয়ন এও জানিয়েছেন, তিনি সাধারণ দর্শকের কাছে যে ভালোবাসা পেয়েছেন তা তাঁকে ব্রহ্মাস্ত্র 2 এবং 3 নিয়ে আরও ভাল করে কাজ করতে উজ্জীবিত করেছে ৷ তাই তিনি এই ছবির জন্য় নিজেকে সময় দিতে চান ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন 2026 সালের ডিসেম্বর নাগাদ তিনি হাজির হবে ব্রহ্মাস্ত্র ছবির পরবর্তী পর্ব নিয়ে ৷ আর ছবির তৃতীয় পর্ব আসতে চলেছে 2027 সালে ৷

আরও পড়ুন: বিমান নয়, ট্রেনে চেপেই পাহাড় সফরে অরিজিৎ সিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.