ETV Bharat / entertainment

AR Rahman film at Cannes 2022 : এআর রহমান এবার চিত্র পরিচালক, কানে হয়ে গেল ছবির প্রিমিয়ার

author img

By

Published : May 18, 2022, 12:41 PM IST

এবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন এআর রহমান ৷ তাঁর প্রথম ভার্চুয়াল রিয়েলিটি ফিল্ম 'লে মাস্ক'-এর প্রিমিয়ার হয়ে গেল কান ফিল্ম ফেস্টিভ্যালে (AR Rahman Movie at Cannes 2022) ৷

cannes 2022 bollywood
পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করলেন এআর রহমান

নয়াদিল্লি, 18 মে: অস্কার জয়ী সঙ্গীত শিল্পী থেকে এবার পরিচালকের টুপি মাথায় পড়লেন এআর রহমান (AR Rahman Movie at Cannes 2022) ৷ তাঁর প্রথম ভার্চুয়াল রিয়েলিটি ফিল্ম 'লে মাস্ক'-এর প্রিমিয়ার হয়ে গেল কান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ কান এক্স আর প্রোগামে দেখানো হল এই ছবি ৷ সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশ কিছু এআর/ ভিআর হেডসেট পড়া দর্শকদের ছবি শেয়ার করেছেন এই কিংবদন্তী ৷ তাঁর এই নতুন অবতারের কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে মন্তব্যের বন্যা ৷

দু'বার গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সঙ্গীতজ্ঞ রিকি কেজ লেখেন, "ওহ বাহ, যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা খুঁজে বের করা দরকার ৷" রোমে শ্যুট করা এই 36 মিনিটের শর্টফিল্মটি নিয়ে লিখতে গিয়ে 'ভ্যারাইটি' জানায়, একটি দারুণ সিনেমাটিক অভিজ্ঞতা, যা ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে গতি, সঙ্গীত এবং একটি ন্যারেটিভের সুন্দর মেলবন্ধন ঘটায় ৷ কাহিনি গড়ে উঠেছে সঙ্গীতশিল্পী জুলিয়েট মেরডিনিয়ানকে কেন্দ্রে রেখে ৷ এই চরিত্রে অভিনয় করছেন নোরা আর্নেজেডার ৷

আরও পড়ুন : স্বর্গের পরীদেরও টেক্কা দেবে ঊর্বশী রাউতেলার রেড কার্পেট লুক

এছাড়া গাই বার্নেট, মুনিরিহ গ্রেস এবং মরিয়ম জোহরাবিয়ানকেও দেখা যাবে এই ছবিতে ৷ ছবির গল্প লিখেছেন এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা ৷ ছবির সুপার-রেজোলিউশন মান বজায় রাখতে 14টি আলাদা আলাদা ক্যামেরায় শ্যুট করা হয়েছে এই ছবি ৷ এছাড়া কাজ করেছে প্রায় দশটি আলাদা আলাদা ভিএফএক্স হাউস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.