ETV Bharat / entertainment

Anushka Trolled after Virat Dismissal: অজিদের বিরুদ্ধে বিরাট আউট হতেই ট্রোলের শিকার অনুষ্কা, পাশে ভক্তরা

author img

By

Published : Jun 12, 2023, 12:45 PM IST

অস্ট্রেলিয়া আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-এর ফাইনালে ভারতকে পরাজিত করেছে ৷ 49-এ আউট হয়ে যান বিরাট কোহলি ৷ তার জন্য ট্রোলের শিকার হতে হয়েছে অনুষ্কা শর্মাকে ৷

Anushka Trolled after Virat Dismissal
Anushka Trolled after Virat Dismissal

হায়দরাবাদ, 12 জুন: আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পর্যুদস্ত করেছে অস্ট্রেলিয়া । অজিরা যোগ্য দল হিসেবে এই ম্যাচে জিতলেও, বিরাট কোহলির মাত্র 49 রানে আউট হওয়াটা মেনে নিতে পারছেন না ভক্তরা ৷ কারণ ম্যাচের পঞ্চম দিনে ব্যাট করতে নামার আগে সমগ্র ভারতের যাবতীয় আশা-আকাঙ্ক্ষা ছিল বিরাটের উপর ৷ তাই তাঁর আউট হতেই ভারতের ম্যাচ জেতার আশা শেষ হয়ে যায় ৷ আর এ জন্যই আবারও ট্রোলের শিকার হতে হয়েছে বিরাট-পত্নী অনুষ্কা শর্মাকে, ভারতের হারে তাঁর কোনও ভূমিকা না থাকা সত্ত্বেও ৷

হাবি ও ভারতীয় দলের পক্ষে গলা ফাটানোর জন্য স্টেডিয়ামে হাজির ছিলেন বিরাটের অভিনেত্রী-স্ত্রী অনুষ্কা শর্মা ৷ তবে বিরাটের আউট ও তার পরে ভারতীয় দলের হারের কারণে অনুষ্কাকে নেট নাগরিকদের রোষের মুখে পড়তে হয়েছে ৷ টুইটারে নিয়ে ক্ষুব্ধ ভক্তরা অভিনেত্রীকে তিরস্কার করেছেন এবং তাঁর বিরুদ্ধে একের পর এক অবমাননাকর মন্তব্য করেছেন ৷ অনুষ্কার ভক্তরা অবশ্য তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ৷ তাঁদের মতে, বিরাট বা ভারতীয় দল ভালো খেলতে পারেনি, এতে অনুষ্কার কোনও দোষ থাকতে পারে না ৷

  • Anushka sharma is the worst that happened to Indian Cricket

    — miyamura (@miyamura__kun) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রথম নয়, এর আগেও বিরাট মাঠে পারফর্ম করতে না পারলেই ট্রোলের শিকার হতে হয়েছে অনুষ্কা শর্মাকে ৷ সোশ্যাল মিডিয়ায় মানুষের রোষের মুখে পড়েছেন তিনি ৷ অতীতে অনুষ্কার বিরুদ্ধে অনলাইনে তির্যক মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিরাট ৷ তাঁর ব্যর্থতার জন্য অনুষ্কাকে দায়ী না করতে অনুরাগীদের অনুরোধ করা সত্ত্বেও, তাতে বিশেষ লাভ হয়নি ৷ অভিনেত্রীকে বারবার নিশানা করেছেন নেট নাগরিকরা ৷

তবে এতে ভালোবাসা এতটুকুও কমেনি বিরুষ্কার ৷ প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে 2017 সালে ডেস্টিনেশন ওয়েডিং-এর মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট ও অনুষ্কা ৷ তারপর থেকে তাঁরা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী দম্পতি হিসেবে পরিচিত ৷ নানা সময়ে একে অপরের প্রশংসা, ভালোবাসা, খুনসুটির ছবি পোস্ট থেকেই বোঝা যায় তাঁদের সম্পর্কের গভীরতা ৷

  • Family ko bich me mat laao bhai

    — Dennis🕸 (@DenissForReal) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Team gnda khel rhi h uska blame Anushka pe Daldo, bohot sahi! Right direction.

    — Baqar (@Mohdbaqar09) June 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 3 ম্যাচের সিরিজ ও 20 দিনের প্রস্তুতির পক্ষে সওয়াল রোহিতের

বিয়ের আগে তাঁদের প্রেমের গল্প ভক্ত ও জনসাধারণের কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য গোপন রেখেছিলেন এই তারকা যুগল। এর আগে, প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে কথোপকথনের সময়, বিরাট পুরনো নানা কথা শেয়ার করেছেন ৷ তিনি জানান, 2013 সালে জিম্বাবোয়ে সফরের জন্য অধিনায়ক মনোনীত করা হয়েছিল তাঁকে । বিরাটের ম্যানেজার তাঁকে বলেছিলেন যে, তিনি অনুষ্কার সঙ্গে শুটিং করবেন । এতে তিনি নার্ভাস হয়ে গিয়েছিলেন বলে জানান বিরাট ৷

বিরাট শেয়ার করেছেন যে, অনুষ্কাকে হিল পরা দেখে তিনি প্রথম যে কথাটি তাঁকে বলেছিলেন তা হল, "আপনি কি পরার জন্য এর থেকে উঁচু কিছু পাননি ?" জবাবে অনুষ্কা বলেন, "এক্সকিউজ মি ?" প্রথমে অনুষ্কার সামনে খুব নার্ভাস থাকলেও, তাঁরা কথোপকথন শুরু করার পরে, বিরাট বুঝতে পেরেছিলেন যে, অভিনেত্রী খুব সাধারণ এবং তাঁদের ব্যাকগ্রাউন্ড একই । এর পর তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় এবং তাঁরা ডেটিং শুরু করেন । বর্তমানে তাঁদের পরিবারকে শক্তিশালী করে রেখেছে কন্যা ভামিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.