ETV Bharat / entertainment

Amitabh Bachchan: 'ভারত মাতা কি জয়', দেশের নাম-বিতর্কে ঘুরপথে সরকার পক্ষকে সমর্থন অমিতাভের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 4:03 PM IST

Updated : Sep 5, 2023, 4:53 PM IST

'ইন্ডিয়া' নাকি 'ভারত' দেশের নাম নিয়ে আচমকা তৈরি হওয়া এই বিতর্কে ঘুরপথে 'ভারত' নামের পক্ষেই দাঁড়ালেন বিগ বি ৷ টুইট করে ঘুরপথে জানালেন তাঁর সমর্থন ৷

Amitabh Bachchan
নাম বিতর্কে টুইট অমিতাভের

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: 'ইন্ডিয়া'র বদলে দেশের নতুন নাম 'ভারত' করার কথা ভাবছে কেন্দ্র ৷ এ কথা জানাজানি হতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে ৷ এবার এই প্রশ্নে ঘুরপথে সরকারকে সমর্থন জানালেন বলিউডের বিগ বচ্চন ৷ অমিতাভ বচ্চন মঙ্গলবার একটি টুইটে লেখেন,'ভারত মাতা কি জয় ৷' আর তার সঙ্গে তেরঙা পতাকার একটি ইমোজিও শেয়ার করেন তিনি ৷ তাঁর এই ছোট্ট টুইটটি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ অনেকেই তাঁর এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন ৷ কেউ কেউ আবার বাঁকা চোখেও দেখছেন বিষয়টিকে ৷

যদিও তিনি যে এই বিতর্কেই তাঁর মতামত ব্যক্ত করছেন তেমন কোনও উল্লেখ করেননি অমিতাভ ৷ তবে নেটিজেনদের অনুমান সাম্প্রতিকতম বিতর্ক নিয়েই ঘুরপথে সরব হয়েছেন অভিনেতা ৷ সম্প্রতি কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, আগামী 9 সেপ্টেম্বর জি 20 সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' নয় লেখা হয়েছে 'প্রেসিডেন্ট অফ ভারত' ৷ অর্থাৎ নাম বদলের কথা যে কেন্দ্র ভাবতে শুরু করেছে তা একরকম স্পষ্ট ৷ সেই থেকেই শুরু হয় বিতর্ক ৷

  • T 4759 - 🇮🇳 भारत माता की जय 🚩

    — Amitabh Bachchan (@SrBachchan) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অনেক সূত্র তো এও বলছে আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশনে এই বিষয়ে প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার ৷ এ নিয়ে অনেক বিজেপি নেতা ইতিমধ্যেই তাঁদের মতামত জানাতেও শুরু করেছেন ৷ বিজেপি সাংসদ হরনাথ সিং যাদবের মতে ব্রিটিশরা 'ইন্ডিয়া' শব্দটি নাকি কটূক্তি হিসাবে আমাদের দিয়ে গিয়েছে ৷ আর তাই সারা দেশ চাইছে দেশের নাম হোক 'ভারত' ৷

আরও পড়ুন: দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে হবে ‘ভারত’ ! বিশেষ অধিবেশনে পাশ হতে পারে প্রস্তাব

আবার কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, একসময় মোদি সরকারই তো 'ডিজিটাল ইন্ডিয়া', 'স্টার্টআপ ইন্ডিয়া'র মতো শব্দগুলিকে জনপ্রিয় করেছিল ৷ সবমিলিয়ে যখন তুঙ্গে চর্চা তখন অমিতাভের এই টুইট সমস্ত দিক থেকেই গুরুত্বপূর্ণ ৷ অনেকেরই মতে, ঘুরপথে এই সিদ্ধান্তে মোদির পাশেই দাঁড়ালেন অভিনেতা ৷

Last Updated : Sep 5, 2023, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.