ETV Bharat / entertainment

Ameesha To Appear in Court: 'শুটিং আছে', আদালতের হাজিরা এড়ালেন আমিশা

author img

By

Published : Jun 21, 2023, 12:38 PM IST

Updated : Jun 21, 2023, 3:58 PM IST

Ameesha To Appear in Court
Ameesha To Appear in Court

শুটিং আছে বলে আজ হাজিরা এড়ালেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ৷ চেক বাউন্স এবং জালিয়াতি মামলায় আজ রাঁচির আদালতে হাজির হওয়ার কথা ছিল তাঁর । গত 17 জুন অভিনেত্রী আদালতে আত্মসমর্পণ করেছিলেন ৷

রাঁচি, 21 জুন: চেক বাউন্স ও জালিয়াতির মামলায় অভিযুক্ত বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেলের আজ রাঁচি আদালতে হাজির হওয়ার কথা ছিল । শুটিং আছে বলে আজ হাজিরা এড়ালেন তিনি ৷ অভিনেত্রী বর্তমানে জামিনে মুক্ত ৷ তবে তাঁর মামলার শেষ শুনানিতে তাঁকে 21 জুন অর্থাৎ আজ রাঁচির নিম্ন আদালতে সশরীরের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । পরবর্তী শুনানি 10 জুলাই ৷

'গদর' অভিনেত্রী চেক বাউন্স ও জালিয়াতি মামলার বিষয়ে 17 জুন রাঁচি আদালতে আত্মসমর্পণ করেন ৷ তারপর তাঁকে আদালত থেকে জামিন দেওয়া হয়েছিল । আমিশা প্যাটেল সিনিয়র ডিভিশন জজ ডিএন শুক্লার আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং 10 হাজার টাকার বন্ড জমা দেওয়ার পরে জামিন পান ।

রাঁচির একজন চলচ্চিত্র নির্মাতা অজয় কুমার অভিনেত্রীর বিরুদ্ধে চেক-বাউন্স ও জালিয়াতির মামলা দায়ের করেছেন এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেছিলেন । আদালত এই অভিযোগের বিষয়ে অভিনেত্রীকে একাধিক নোটিশ পাঠিয়েছে, কিন্তু আমিশা আদালতে হাজির হতে অস্বীকার করেছিলেন । এর পরে, আদালত আমিশা প্যাটেলের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং অভিনেত্রী নিজেই 17 জুন আত্মসমর্পণের জন্য আদালতে পৌঁছে যান ।

আরও পড়ুন: কহো না...প্যায়ার হ্যায় 23 বছরপূর্তি ! কেমন আছেন হৃত্বিকের সেই ছোট্ট ভাই অমিত

2018 সালে চলচ্চিত্র নির্মাতা অজয় কুমারের সঙ্গে একটি ছবিতে কাজ করার কথা ছিল অভিনেত্রী আমিশা প্যাটেলের । অজয় কুমার অভিযোগ করেন যে, অভিনেত্রী তাঁর অর্থ পাওয়ার পরেও তাঁর ছবিতে কাজ করেননি এবং যখন নির্মাতা তাঁদের অর্থ ফেরত চেয়েছিলেন, তখন আমিশা তা শোধ করতে দ্বিধাবোধ করেন বলে অভিযোগ । বারবার চাওয়ার পর তিনি নির্মাতাদের 2.5 কোটি টাকার চেক দেন, যা বাউন্স হয়ে যায় এবং নির্মাতারা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

এই নিয়ে আমিশা প্যাটেল বলেছেন, “আমি আমাদের বিচার ব্যবস্থাযর উপর আস্থা রাখি এবং আমি বিশ্বাস করি যে, আইন সঠিক পথে চলবে ৷"

Last Updated :Jun 21, 2023, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.