ETV Bharat / entertainment

KIFF 2022: জঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে অমর্ত্য ভট্টাচার্যের 'অ্যাডিউ গদার' এবারের চলচ্চিত্র উৎসবে

author img

By

Published : Apr 27, 2022, 7:18 PM IST

কিংবদন্তি ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে ওড়িয়া ভাষায় কমেডি ফিল্ম বানিয়েছেন পরিচালক অমর্ত্য ভট্টাচার্য । 29 এপ্রিল ছবিটি দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Amartya Bhattacharya New Film)৷

KIFF 2022
জঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে 'অ্যাডিউ গদার' বানালেন অমর্ত্য, দেখানো হল চলচ্চিত্র উৎসবে

কলকাতা, 27 এপ্রিল : কিংবদন্তি ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে ওড়িয়া ভাষায় সম্প্রতি একটি কমেডি ফিল্ম বাজিয়েছেন পরিচালক অমর্ত্য ভট্টাচার্য (Amartya Bhattacharya New Film)। ছবির নাম 'অ্যাডিউ গদার' ৷ গল্প আবর্তিত হয় আনন্দ নামের এক ব্যক্তিকে কেন্দ্রে রেখে । যে পর্নোগ্রাফি দেখতে পছন্দ করে । সে লুকিয়ে বন্ধুদের সঙ্গে বসে পর্নোগ্রাফি দেখে । এহেন আনন্দ হঠাৎ একদিন গদারের ছবির দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করে । তাতে স্বাভাবিকভাবেই বিরক্ত হয় তার বন্ধুরা ।

এখানেই শেষ নয়, আনন্দর গ্রামে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে গদারের ছবি। কী হয় এরপর ? সেটাই দেখানো হয়েছে এই ছবিতে । 83 মিনিট নানা রঙের গল্প বলা এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- বিকাশ দাস, দীপান্বিত দাস মহাপাত্র, জয়প্রকাশ দাস, শঙ্কর বসু মল্লিক, অভিষেক গিরি-সহ আরও অনেকে । ছবির চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা সবই অমর্ত্যর ।

কিংবদন্তি ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ-লুক গদারকে শ্রদ্ধা জানিয়ে ওড়িয়া ভাষায় কমেডি ফিল্ম বানালেন পরিচালক অমর্ত্য ভট্টাচার্য

আরও পডু়ন: বৃহস্পতিবার 35 বছরে পা-দেবেন সামান্থা, জানেন কি এই দক্ষিণী সুন্দরীর সম্পত্তির পরিমাণ

সঙ্গীত পরিচালনায় রয়েছেন কিশলয় রায়চৌধুরী । প্রযোজনায় স্বস্তিক চৌধুরী । চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়েছে 26 এপ্রিল। ফের দেখানো হবে 29 এপ্রিল দুপুর 1:30 মিনিটে চলচ্চিত্র শতবর্ষ ভবনে । উল্লেখ্য, অমর্ত্য একজন রাজ্য এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক । একাধিক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন তিনি । তিনি পরিচালনার পাশাপাশি সুলেখক, সিনেমাটোগ্রাফার এবং সম্পাদক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.