ETV Bharat / entertainment

Neetu Kapoor Birthday: ইতালিতে মায়ের জন্মদিন পালন রণবীর-ঋদ্ধিমার, মিষ্টি বার্তা পুত্রবধূ আলিয়ার

author img

By

Published : Jul 8, 2023, 3:09 PM IST

ইতালিতে মায়ের জন্মদিন নিয়ে মেতে উঠলেন রণবীর-ঋদ্ধিমা ৷ নীতুর জন্য় আবেগি বার্তা লিখলেন আলিয়াও ৷ যদিও অনুষ্ঠানে তাঁকে দেখা গেল না ৷

Neetu Kapoor Birthday
মায়ের জন্মদিনে মাতলেন রণবীর ঋদ্ধিমা

হায়দরাবাদ, 8 জুলাই: 65-তে পা দিলেন অভিনেত্রী নীতু কাপুর ৷ তাঁর জন্মদিনে সেলিব্রেশনে একসঙ্গে মেতে উঠল কাপুর পরিবার ৷ এদিন ইনস্টা স্টোরিতে সুন্দর একটি বার্তা দিলেন পুত্রবধূ আলিয়া ভাট ৷ অন্যদিকে কন্য়া ঋদ্ধিমা কাপুর এবং পুত্র রণবীর মায়ের জন্মদিনে দিলেন একটি সুন্দর সারপ্রাইজ ৷ ইতালিতে দু'জনে মিলে পালন করলেন মায়ের জন্মদিন ৷

শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ঋষি-জায়ার একটি ছবি শেয়ার করে ঋদ্ধিমা লেখেন, "শুভ জন্মদিন ক্যুইন ৷ তুমি সবকিছুকেই সুন্দর করে তুলতে পারো ৷ ভালোবাসা ৷" আলিয়া যে ছবিটি শেয়ার করেছন তাতে নীতুকে দেখা গিয়ছে কালো জাম্পস্যুটে ৷ রণবীরের বিয়ের রিসেপশনে এই পোশাকেই সামনে এসেছিলেন নীতু ৷

Neetu Kapoor Birthday
শুভ জন্মদিন ক্যুইন লিখলেন আলিয়া

দিদি ঋদ্ধিমা এবং তাঁর কন্যা সামারার সঙ্গে মায়ের জন্মদিন পালন করতে ইতালিতে রওনা দেন রণবীর ৷ রণবীরের মায়ের জন্য় এই 'সারপ্রাইজ ভিসিট' এর আগেই উঠে এসেছিল খবরের শিরোনামে ৷ ঋদ্ধিমার স্বামী ভরত সাহনিও এদিন যোগদান করেন নীতু কাপুরের জন্মদিনের অনুষ্ঠানে ৷ পোর্তোফিনোতে এদিন পুরো পরিবার একসঙ্গে ফ্রেমবন্দি হয় ৷ আলিয়া এবং রাহাকে তাঁরা যে কতখানি মিস করছেন সেকথা তাঁৎ বার্থ ডে পোস্টেই উল্লেখ করেছেন ঋদ্ধিমা ৷ ঋদ্ধিমা এদিন যে ছবি শেয়ার করেছেন সকলের জন্য তাতে দেখা যায় মাঝে বসে রয়েছেন নীতু ৷ আর তাঁকে ঘিরে রয়েছেন পরিবারের সকলে ৷

আরও পড়ুন: দেবদাস, শ্রীকান্তদের পর এবার বড় পর্দায় শরৎচন্দ্রের 'লালু', অভিনয়ে কৌশিক বিশ্বজিৎ

ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন মা ৷ আমরা তোমায় ভালোবাসি ৷ আমাদের পরিবারের মেরুদণ্ড ৷ আলিয়া আর আমার বেবি রাহাকে মিস করছি ৷" একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নীতুও ৷ নীতু শেষবার পর্দায় ধরা দিয়েছেন হাবিব ফয়সল পরিচালিত 'যুগ যুগ জিও' ছবিতে ৷ ছবিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদবানিও ৷ এখানে তাঁকে দেখা গীতা চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে ৷ বেশ প্রশংসা পেয়েছিল তাঁর অভিনয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.