ETV Bharat / entertainment

Manobala passed away: প্রয়াত জনপ্রিয় দক্ষিণী পরিচালক মনোবালা, শোকবার্তা রজনীকান্ত-কমল হাসানের

author img

By

Published : May 3, 2023, 4:38 PM IST

69 বছর বয়সে প্রয়াত দক্ষিণী পরিচালক মনোবালা ৷ বেশ কিছুদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্ত ও কমল হাসান ৷

Director Manobala passed away
প্রয়াত দক্ষিণী পরিচালক মনোবালা

হায়দরাবাদ, 3 মে: প্রয়াত দক্ষিণী পরিচালক মনোবালা ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ বুধবার চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ জনপ্রিয় এই পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণী সিনেমা মহলে ৷ সোশাল মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা রজনীকান্ত ও কমল হাসান ৷

জানা গিয়েছে, 10 দিন আগে লিভারের সমস্যাজনিত কারণে অভিনেতা-পরিচালক ভরতি হয়েছিলেন হাসপাতালে ৷ চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে বুধবার সকালে প্রয়াত হন তিনি ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দক্ষিণী অনেক তারকাই ৷ অভিনেতা রজনীকান্ত টুইটারে বন্ধু মনোবালার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷ তিনি লিখেছেন, "আমি সত্যিই শোকাহত আমার প্রিয় বন্ধু মনোবালার অকাল প্রয়াণে ৷ তিনি একজন বিখ্যাত পরিচালক ও অভিনেতা ছিলেন ৷ পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

  • பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam

    — Rajinikanth (@rajinikanth) May 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'তোমার ভালোবাসা আজও পথ দেখায়', মা নার্গিসের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন সঞ্জয়

প্রযোজক জি ধনঞ্জয়ন সোশাল মিডিয়ায় লিখেছেন, পরিচালক মনোবালার মৃত্যুতে তিনি শোকাহত ৷ তিনি বলেন, "সত্যিই বিশ্বাস হচ্ছে না মনোবালা স্যরের মতো একজন ভালো মানুষ ও ভালো বন্ধু আমাদের সঙ্গে নেই ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷" অভিনেতা গৌতম কার্তিক বলেন, "সকাল সকাল মনোবালা স্যারের প্রয়াণে মন খারাপ হয়ে গিয়েছে ৷ স্যারের সঙ্গে কাজ করার দিনগুলো সত্যিই সুন্দর ছিল ৷ আমি ভাগ্যবান স্যারের সঙ্গে কাজ করতে পেরেছি ৷ আপনাকে সত্যিই মিস করব ৷"

  • Heartbreaking to hear that Director/Actor #Manobala sir is no longer with us.
    Was a true pleasure to work with you sir!
    You will be surely missed! 💔
    Condolences to family, friends and loved ones...#RIPManobala pic.twitter.com/Ou2QBGsYLs

    — Gautham Karthik (@Gautham_Karthik) May 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 1979 সালে দক্ষিণী ছবির জগতে সহকারি পরিচালক হিসাবে কাজ শুরু করেছিলেন মনোবালা ৷ ভারতীরাজের 'পুঠিয়া ভারপুগল' ছবিতে ছোট্ট চরিত্রে অভিনয়ও করেছিলেন। 1982 সালে 'আগায়া গঙ্গাই' মনোবালা পরিচালিত প্রথম ছবি ৷ তামিল ছবির পাশাপাশি হিন্দি ছবিও পরিচালনা করেছেন তিনি ৷ 'মেরা পতি সির্ফ মেরা হ্যায়' ছবির নাম ৷ মুখ্য চরিত্রে ছিলেন জিতেন্দ্র ৷

  • Shocking & it's unbelievable such a sweet person & a good friend #Manobala sir passed away.

    Heartfelt condolences to the family. May his soul rest in peace 🙏 pic.twitter.com/HZCqRG0c5s

    — Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) May 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2002 সালে মনোবালা পরিচালিত শেষ তামিল ছবি 'ন্যায়না' ৷ পরিচালনার পাশাপাশি কমিক চরিত্রে তাঁর অভিনয়ও নজর কেড়েছিল দর্শকদের ৷ প্রায় 200টি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ কাজ করেছেন ছোটপর্দাতেও ৷ 2019 সালে 'দ্য লায়ন কিং' ছবিতে 'জাজু'-র চরিত্রের ভয়েস ডাবিংও করেছেন প্রয়াত পরিচালক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.