ETV Bharat / entertainment

New Bengali Drama A Man: কেন বিকিয়ে যাচ্ছে সততা ? প্রশ্ন তুলছে বাপ্পার 'এ ম্যান'

author img

By

Published : Jan 6, 2023, 6:47 PM IST

Updated : Jan 7, 2023, 11:53 AM IST

সমাজে সততা কীভাবে হারিয়ে যাচ্ছে প্রতিদিন সেই গল্পই তুলে ধরে 'এ বং পজিটিভ' গোষ্ঠীর তৈরি 'এ ম্যান' নাটকটি (New Bengali Drama A Man) ৷ সম্প্রতি এই নাটকের শো হয়ে গেল মির্নাভা থিয়েটারে ৷ ফেব্রুয়ারিতে ফের মঞ্চে আসছে নাটকটি ৷

New Bengali Drama A Man
সমাজে সততা কীভাবে হারিয়ে যাচ্ছে প্রতিদিন সেই গল্পই তুলে ধরে 'এ বং পজিটিভ' গোষ্ঠীর তৈরি 'এ ম্যান' নাটকটি

কলকাতা, 6 জানুয়ারি: 'এ বং পজিটিভ' নাট্যগোষ্ঠীর তৈরি 'এ ম্যান' নাটকটির শো ইতিমধ্যে হয়ে গিয়েছে মির্নাভা থিয়েটারে ৷ পরিচালক বাপ্পার ভাবনার প্রতিফলন মঞ্চে ফুটিয়ে তুলতে কোনও ভুল করেননি নাটকের কলাকুশলীরা ৷ বিশাল বিশাল সেট বা প্রপসের ব্যবহার নেই একেবারেই ৷ তবে অত্যন্ত সাদামাটা ঢঙে নাটকের সেট নির্মাণ করেছেন বাপ্পা ৷ তবে তার মধ্যেও রয়েছে ভাবনার চমক (New Bengali Drama A Man)৷

'এ ম্যান' নাটকটি গড়ে ওঠে বিমান নামের এক ব্য়ক্তিকে কেন্দ্র রেখে ৷ বিমান চাল চলনে অন্যদের তুলনায় খুব আলাদা নয় ৷ কিন্তু অদ্ভুত ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি ৷ এই নাটকে তিনি আবিষ্কার করেন পকেটমারদের একটি দলকে ৷ এই দলটি থিয়েটারের সঙ্গে যুক্ত, কিন্তু তারাই আবার রাস্তায় অভিনয়ের ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় ৷ বিমানের জীবনে ছিল প্রেমের বসন্ত বাতাস, নিশ্চিত চাকরি, এক সুন্দর সাদামাটা রঙিন জীবন ৷ কিন্তু এই দলটির পিছনে সময় দিতে গিয়ে তিনি সব হারান, আমূল বদলে যায় তাঁর জীবন ৷ কীভাবে ? সেকথাই তুলে ধরেছে 'এ ম্যান' (A man is Telling a Story of Lack of Honesty)৷

বিমানের চরিত্রে শান্তনু নাথের অনবদ্য অভিনয় নজর কেড়েছে সকলের । রূপা চরিত্রটি আলাদা মাধুর্য এনে দিয়েছে গল্পে ৷ এই চরিত্রে পাপিয়ার অভিনয় বেশ ভালো । অন্যদিকে বিমানের স্ত্রী মলির চরিত্রে শুভশ্রী চরিত্রটিকে জীবন্ত করে তুলতে কোনও খামতি রাখেননি ৷ অর্পণ অভিনীত 'দ্য মিরর' চরিত্রটি নাটকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ । নাটকের গল্প বলার ধরণ বেশ মন কেড়েছে ৷ নাটকের আলোর ব্যবহার ও সঙ্গীত নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে ।

আরও পড়ুন: 'লাল সুটকেসটা দেখেছেন?' পোস্টার হাতে প্রশ্ন সায়ন্তন ঘোষালের

আদতে 'এ ম্যান' গোটা সমাজকে একটি কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় (A man is Telling a Story of battle against Dishonesty) ৷ সৎ মানুষ যেন বিরল প্রাণী হয়ে যাচ্ছে এই পৃথিবীতে ৷ অসততা হঠাৎ যেন জিতে গিয়েছে সবক্ষেত্রে ৷ আর এই বিষয়টির দিকেই আঙুল তোলে এই নাটকের চরিত্ররা ৷ মিত্রজিৎ, রিমি ও সাশ্রীকের প্রচেষ্টাও বেশ সফল। ফোর টোয়েন্টি মিউজিক সেন্টারের সঙ্গীত, নাচ ও কোরিওগ্রাফিও বেশ সাবলীল । টানটান একটি প্রযোজনা উপভোগ করার মতো । আগামী ফেব্রুয়ারিতে ফের আসছে এই নাটকের শো ৷ এমনটাই জানাচ্ছেন নির্মাতারা ৷

Last Updated :Jan 7, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.