ETV Bharat / entertainment

Suchitra Sen Birthday : জন্মদিনে মিসেস সেন, বাংলা সিনেমার প্রথম ফেমিনিন স্টার

author img

By

Published : Apr 6, 2022, 1:20 PM IST

বাংলার প্রথম মহানায়িকা সুচিত্রা সেনের আজ 91 তম জন্মদিন ( Remembering Suchitra Sen on Her Birthday) ৷ অবশ্য এই সাল তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে ৷ তবে এটা হয়ত বলাই যায় যে সুচিত্রার অসামান্য দক্ষতা এবং প্রতিভাকে স্মরণ করার জন্য একটা দিন হল 6 এপ্রিল ৷

Today is the birthday of the first feminine star of Bengali cinema
বাংলা সিনেমার প্রথম ফেমিনিন স্টারের আজ জন্মদিন

কলকাতা, 6 এপ্রিল : পাঁচের দশকে বিষ্ণুপ্রিয়া থেকে শুরু করে ছয়ের দশকে রিনা ব্রাউন এবং সাতের দশকে বিজয়া- আজও বাঙালির কাছে স্বপ্নের নায়িকা সুচিত্রা সেন ৷ মেনে নিতেই হবে তিনিই বাংলা সিনেমার প্রথম ফেমিনিন স্টার । তিনি মহানায়িকা । তিনি এমনই এক নারী যিনি একটানা তিনটি দশক গোটা জাতির হৃদয়স্রোতকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন । সেই আপামর বাঙালির স্বপ্নের নায়িকা সুচিত্রা সেনের আজ 91 তম জন্মদিন । অভিনেত্রীদের বয়স জানতে চাইতে নেই । তবু তথ্য জানান দেয় মহানায়িকার জন্ম 1931 সালের 6 এপ্রিল । এই জন্ম সাল নিয়েও মতপার্থক্য রয়েছে ।

1923 নাকি 1931 ? কোন সালে কোথায় জন্ম তার ? পাটনা নাকি পাবনা ? এই নিয়ে নানান মতপার্থক্য নানা মহলে । সেই প্রসঙ্গ অন্য তবে সবকিছু দূরে সরিয়ে রেখেও বলতেই হবে তিনি ছিলেন বাঙালির হৃদয় সম্রাজ্ঞী (Remembering Suchitra Sen on Her Birthday)। মহানায়িকাকে বাঙালি শেষ দেখেছে যখন তাঁর বয়স 48 । তখনও নিজের সৌন্দর্য আর অভিনয়ের চুম্বকশক্তিতে তিনি টালিগঞ্জের সাম্রাজ্য অক্ষুন্ন রেখেছিলেন তিনি । আর তার কিছুদিন পরই তিনি স্বেচ্ছা নির্বাসনে । বাঙালি আর দেখা পায়নি তাঁর ।

চলচ্চিত্র তাত্ত্বিকদের মতে, "বাঙালি মনে সুচিত্রা সেন এসেছিলেন বসন্তের হাওয়ার মতো । মেঘ উড়বে কিন্তু জল ভাঙবে না ।" আর সত্যিই সুচিত্রার রূপমুগ্ধ পুরুষেরা কখনওই তাঁর শরীরী আকর্ষণে কাবু হননি । তাঁর সৌন্দর্যের ঐশ্বর্য হল তাঁর মুখ । এই মুখ তিনি নির্বাসনে যাওয়ার পর মাত্র দু'বার ধরা দিয়েছিলেন ক্যামেরার সামনে । একবার ভোটের ছবি তোলার জন্য । আরও একবার প্রয়াত ভরত মহারাজকে শেষ প্রণামের সময়ে । এমনকী মহানায়ক উত্তমকুমারকেও তিনি শেষ শ্রদ্ধা জানান মিডিয়ার অনুপস্থিতিতে । এক প্রকার ছদ্মবেশেই তাঁর জীবনের এক এবং অদ্বিতীয় রোম্যান্টিক পুরুষকে তাঁর শেষযাত্রায় মাল্যদান করেন মহানায়িকা ।

গৃহবধূ সুচিত্রা সেনের চোখে নায়িকা হওয়ার স্বপ্ন ছিল না । তাঁকে স্বপ্ন দেখিয়েছিলেন প্রখ্যাত পরিচালক বিমল রায় । তিনি সম্পর্কে সুচিত্রার মামাশ্বশুর । সুচিত্রাকে সেদিন প্রথম দেখেই তিনি বলেছিলেন, "বাহ, তোমার ফেসটা তো দারুণ । সিনেমায় নামলে তুমি দারুণভাবে অ্যাক্সেপ্টেড হবে ।" সেই সময় উপস্থিত ছিলেন তাঁর স্বামী দিবানাথ সেনও । ঘরের বউ সিনেমায় নামবে ! ঘোর আপত্তি ছিল শ্বশুর আদিনাথ সেনের । দিবানাথ বোঝান নিজের বাবাকে । বাকিটা ইতিহাস । যা বারবার উঠে আসবে নানা সময়ে নানা আলোচনায় ।

আরও পড়ুন : ছাব্বিশে পা দিলেন রাশ্মিকা, এক ঝলকে 'এক্সপ্রেশন কুইন'-এর কিছু 'কিলার লুক'

তাঁকে নিয়ে খুব একটা বই বাজারে মেলে না । তাই তাঁকে নিয়ে বিস্তারিত জানার অবকাশও কম । তবে, তিনি নিজের পরিধির মধ্যে থাকতেই ভালোবাসতেন । খুব একটা কারো সঙ্গে মিশতেন না । বজায় রাখতেন দূরত্ব । তবে, ঠোঁটের কোণে হাসিটি লেগে থাকতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল । দেখা হলে "কেমন আছো?" জিজ্ঞেস করতে ভুলতেন না কখনও । মহানায়িকার জন্মদিনে অন্যদের সঙ্গে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.