ETV Bharat / elections

ভোট শান্তিপূর্ণ বলেই দাবি কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের

author img

By

Published : Apr 6, 2021, 4:01 PM IST

ভোট কেমন হচ্ছে ? তা সরেজমিনে দেখতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বুথ ঘুরে দেখলেন এসএসবি ও সিআরপিএফের দুই আইজি ৷ জানালেন ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই ৷

bengal election 2021_A delegation from the Delhi Election Commission came to witness the South 24 Parganas voting process
ভোট শান্তিপূর্ণ বলেই দাবি কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের

বারুইপুর, 6 এপ্রিল : তৃতীয় দফার ভোট চলাকালীন মঙ্গলবার সকালে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ও বারুইপুরে বিভিন্ন এলাকায় টহল দিলেন এসএসবি ও সিআরপিএফের দুই আইজি ৷ সঙ্গে ছিলেন দুই বাহিনীর জওয়ানরা ৷ কেমন চলছে ভোটগ্রহণ, তা সরেজমিনে খতিয়ে দেখলেন সিআরপিএফের আইজি প্রদীপ কুমার সিং এবং এসএসবি-র আইজি শ্রীকুমার বন্দ্য়োপাধ্য়ায় ৷

এদিন তিনটি জেলার 31টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব ৷ এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার 16টি জেলাও ৷ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথ পরিদর্শন করেন দুই বাহিনীর আইজি ৷ বারুইপুর পৌরসভা এলাকার 5 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া বীণাপাণি স্কুলের বুথ ও 16 নম্বর ওয়ার্ডের বুথে যান তাঁরা ৷

দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বুথ ঘুরে দেখলেন এসএসবি ও সিআরপিএফের দুই আইজি ৷

আরও পড়ুন : ক্যানিং পূর্বে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

বাহিনীর পরিদর্শকদের দাবি, ভোট শান্তিপূর্ণই হচ্ছে ৷ কোথাও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.