ETV Bharat / crime

Molestation Allegation: ডাক বিভাগের প্রাক্তন আধিকারিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের স্বামীর

author img

By

Published : Dec 28, 2022, 10:56 AM IST

Updated : Dec 28, 2022, 11:10 AM IST

সল্টলেকে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে দাদাগিরি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegation) ৷ এই অভিযোগ করেছেন ডাক বিভাগের প্রাক্তন এক উচ্চপদস্থ মহিলা আধিকারিক ৷

File pic
প্রতীকী চিত্র

সল্টলেক, 28 ডিসেম্বর: বিধাননগরের তৃণমূল কাউন্সিল তুলসি সিনহা রায়ের স্বামীর বিরুদ্ধে দাদাগিরি, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে (TMC councilor husband accused of molesting) । আর এই অভিযোগ করেছেন ডাক বিভাগের প্রাক্তন এক উচ্চপদস্থ মহিলা আধিকারিক (former postal department official) । অভিযুক্তের নাম ভাস্কর সিনহা রায় ৷ ওই মহিলা বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

জানা গিয়েছে, গত অগস্ট মাসে পৈত্রিক সূত্রে পাওয়া মহিলার চারতলা বাড়ির নিচের অংশ কিনে নেন তৃণমূল কাউন্সিলরের স্বামী । এরপর থেকেই গণ্ডগোলের সূত্রপাত । অভিযোগ, বাড়ির নিচে থাকা গ্যারেজের দখলও নিতে চান ভাস্কর রায় । মঙ্গলবার তালা ভেঙে সেই গ্যারেজ দখল নেওয়ার চেষ্টা করেন তিনি । তা করার সময় বাধা দেওয়াতেই ওই মহিলাকে মারধর ও তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷

মারধর, শ্লীলতাহানি করার পাশাপাশি অভিযোগ অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় মহিলা ও তার ছেলেকে ৷ এমনকী ওই মহিলার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি । আক্রান্তদের আশঙ্কা, তাঁদেরকে ভয় দেখিয়ে পুরো বাড়িটি প্রমোটিং করতে চান ভাস্কর ৷

ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় এ নিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনাস্থলে যান এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন ৷ তবে এখনও পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি । অভিযুক্ত ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তিনি জানিয়েছেন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ।

আরও পড়ুন: কিশোরীর স্নানের দৃশ্য রেকর্ড ! মালদায় গ্রেফতার ভাড়াটিয়া যুবক

অভিযোগকারী বলেন, "আমি যে বাড়িতে থাকি তার নিচের তলাটা ভাস্কর সিনহা রায় কিনে নেন ৷ কিন্তু গ্যারেজটা আমার ৷ ওটা আমি তালা দিয়ে রেখে দিয়েছিলাম ৷ তিনি দাবি করেন গ্যারেজটা তাঁর এবং ওখানে তাঁকে গাড়ি রাখতে দিতে হবে ৷ আমার বাবার নামে গ্যারেজটা ৷ বাবা আমাকে উইল করে দিয়ে গিয়েছেন ৷ তার সরকারি কাগজও আমার কাছে আছে ৷"

তিনি আরও বলেন, "গতকাল দুপুর পৌনে দুটো নাগাদ ভাস্কর বাড়ির নিচে চেঁচামেচি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ৷ এরপর আমি নিচে গেলে তিনি গ্যারেজের তালা ভেঙে ফেলে দেন ৷ আমার দিকে তেড়ে আসেন এবং আমাকে মারধর করেন ৷ পাশাপাশি অভব্য আচরণও করে। ভাস্কর আমাকে ও আমার ছোট ছেলেকে হুমকি দেন ৷ ছেলে ভিডিয়ো করলে তার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন ৷ আমরা খুব আতঙ্কে রয়েছি ৷"

আরও পড়ুন: চণ্ডীগড়ে 4 দিন ধরে গণধর্ষণ হিমাচলের এক যুবতীকে !

Last Updated : Dec 28, 2022, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.