ETV Bharat / city

সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে মৃত্যু পর্যটকের

author img

By

Published : Oct 9, 2019, 10:51 PM IST

Updated : Oct 9, 2019, 11:57 PM IST

সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে মৃত্যু পর্যটকের

সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু পর্যটকের ৷ দার্জিলিঙের ঘুমের ঘটনা ৷ মৃত পর্যটকের নাম প্রদীপ সাকসেনা ৷ তিনি হুগলির বাসিন্দা ৷

দার্জিলিং, 9 অক্টোবর : সেলফি তুলতে গিয়ে টয় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের ৷ নাম প্রদীপ সাকসেনা ৷ দার্জিলিঙের ঘুমের ঘটনা ৷ মৃত পর্যটক হুগলির বাসিন্দা ৷

প্রদীপ সপরিবারে দার্জিলিং বেড়াতে এসেছিলেন ৷ টয় ট্রেনে চড়ে দার্জিলিং আসার পথে দুর্ঘটনা ঘটে ৷ ঘুম স্টেশনের কাছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ৷ সে সময় ঘটে বিপত্তি ৷ হঠাৎই পা পিছলে পড়ে যান রাস্তায় ৷ মাথায় চোট লাগে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে দার্জিলিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

হাসপাতালে নিয়ে গেলে জানানো হয় প্রদীপের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে স্থানান্তরিত করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ দার্জিলিং থেকে শিলিগুড়ি নিয়ে আসার পথে কার্শিয়াঙের কাছে মারা যান ওই পর্যটক ৷ আজ রাতেই তাঁর মৃতদেহ শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে ৷ পর্যটন দপ্তরের তরফে মৃতদেহ কলকাতায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে ৷

Intro:দার্জিলিং এর কাছে ঘুমে টয় ট্রেনে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃত ব্যক্তি হুগলির বাসিন্দা। দেহ ময়নাতদন্তের পর আজ রাতেই শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে । সেখান থেকে পর্যটন দপ্তরের ব্যবস্থাপনায় তা হুগলিতে পাঠানো হবে।


Body:হুগলি থেকে দার্জিলিং ঘুরতে এসেছিলেন প্রদীপ সাক্সেনা। পরিবার নিয়ে ট্রেনে করে তারা দার্জিলিং যাচ্ছিলেন। ঘুমের কাছে চলন্ত ট্রেন থেকে দরজা দিয়ে ঝুকে পড়ে সেলফি নেওয়ার সময় বিপত্তি ঘটে। কোনও ভাবে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় চোট লাগে। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যান পরিজনেরা । কিন্তু অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে আহত ব্যক্তিকে রেফার করে দেওয়া হয়। এরপর দার্জিলিং থেকে শিলিগুড়ি দিকে নিয়ে আসার সময় কার্শিয়াং এর কাছে মারা যান প্রদীপ সাক্সেনা।

পর্যটন বিভাগের তরফে মৃতদেহ কলকাতায় নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আজ রাতে দেহ শিলিগুড়ি এসে পৌঁছলে সেখান থেকে তা হুগলিতে পাঠানো হবে।


Conclusion:
Last Updated :Oct 9, 2019, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.