ETV Bharat / city

Dengue Death in Siliguri: চব্বিশ ঘণ্টায় শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত দুই, শহরের 12 নার্সিংহোমকে শো-কজ

author img

By

Published : Oct 15, 2022, 5:45 PM IST

Updated : Oct 15, 2022, 7:15 PM IST

Dengue Death in Siliguri
চব্বিশ ঘণ্টায় শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত দুই

গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শহরের দুই মহিলার (Two women contracted with Dengue in Siliguri in last 24 hours) । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) 4 নম্বর ওয়ার্ডের ঝঙ্কারমোড়ের বাসিন্দা সাজিয়া বেগম (45) এবং 13 নম্বর ওয়ার্ডের উধম সিং সরণির বাসিন্দা গীতারানি দাসের (50)।

শিলিগুড়ি, 15 অক্টোবর: ফের ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল শিলিগুড়িতে ৷ গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শহরের দুই মহিলার (Two women contracted with Dengue in Siliguri in last 24 hours) । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের (Siliguri Municipal Corporation) 4 নম্বর ওয়ার্ডের ঝঙ্কারমোড়ের বাসিন্দা সাজিয়া বেগম (45) এবং 13 নম্বর ওয়ার্ডের উধম সিং সরণির বাসিন্দা গীতারানি দাসের (50)। সাজিয়া বেগম শুক্রবার রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে মারা যান এবং গীতারানি দাস প্রধাননগরের নার্সিংহোমে মারা যান।

অন্যদিকে ডেঙ্গি চিকিৎসার প্রোটোকল না-মানা এবং স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করার অভিযোগে শিলিগুড়ি শহরের 12টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শো-কজ করল দার্জিলিং জেলা স্বাস্থ্যবিভাগ (Twelve nursing home authority showcaused by Darjeeling health department)। শুক্র এবং শনিবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে দার্জিলিং জেলার পাহাড়, সমতল ও জলপাইগুড়ি জেলার মোট 55টি নার্সিংহোমের কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন দুই জেলার স্বাস্থ্য আধিকারিক এবং শিলিগুড়ি পৌর আধিকারিকরা। এদিনের বৈঠকে মেয়র ছাড়াও দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসি প্রামাণিক, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার উপস্থিত ছিলেন। দার্জিলিং জেলা প্রশাসনের আধিকারিকেরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নার্সিংহোমে চিকিৎসার প্রয়োজনে যে সকল রোগী ও তাদের পরিবার যাচ্ছে তাদের একাংশের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই লাগাম ছাড়া বিল আদায় করা হচ্ছে। পাশাপাশি গ্রহণ করা হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ড। অনেকক্ষেত্রে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে ভর্তি হয়ে যাওয়া রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সকল অভিযোগের জবাবদিহি চাওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সূত্রের খবর, অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষদের বৈঠকে ধমক দেন মেয়র গৌতম দেব (Goutam Deb)। কেন বারবার বলা সত্ত্বেও বেলাগাম বিল নেওয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এমনকী আগামীতে একইভাবে বাড়তি বিল নেওয়া বা স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটলে স্বাস্থ্য দফতর, পৌরনিগম ও জেলা প্রশাসনের তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে বাতিল করা হতে পারে নার্সিংহোমের লাইসেন্স।

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত কমিশনার, স্বাস্থ্য দফতরের সঙ্গে তরজা পৌরনিগমের

মেয়র বলেন, "দুই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতেই আমরা নার্সিংহোম কর্তৃপক্ষদের স্বাস্থ্যসাথী কার্ড কোনওভাবেই ফেরানো যাবে না বলে জানিয়েছি। পাশাপাশি ডেঙ্গু সংক্রামিত রোগীদের থেকে যথেচ্ছ বিল আদায়ের ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়েছি।"

Last Updated :Oct 15, 2022, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.