ETV Bharat / city

Two Teenage Girl Died by Suicide : "আমি ওকে ছাড়া থাকতে পারব না", নোট লিখে বান্ধবীর সঙ্গে একই শাড়িতে ঝুলল কিশোরী

author img

By

Published : Apr 4, 2022, 10:25 PM IST

Updated : Apr 4, 2022, 11:07 PM IST

ছোট থেকে একসঙ্গেই বেড়ে ওঠা ৷ কিন্তু একজনের বিয়ে ঠিক হওয়া মেনে নিতে পারেনি দু'জনের কেউই ৷ তার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত (Two Teenage Girl Died by Suicide) ৷ নেপথ্যে কি সমকামিতা ?

siliguri
বান্ধবীর বিয়ে ঠিক হওয়ার পর আত্মঘাতী দুই কিশোরী

শিলিগুড়ি, 4 এপ্রিল : বান্ধবীর বিয়ে ঠিক হয়ে যাওয়ার ফলে বিচ্ছেদের ভয়ে আত্মঘাতী দুই কিশোরী (Two Teenage Girl Died by Suicide in Siliguri) । সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরসভার 42 নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকায় । মৃত দুই নাবালিকার নাম প্রিয়াঙ্কা বর্মন (18) ও দীপ্তি রায় (20)।

এদিন বিকেলে প্রিয়াঙ্কার বাড়িতে কেউ না-থাকার সুযোগে দু'জনেই একসঙ্গে একটি শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ । মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন : Ramgopal Verma In Kolkata : রামগোপালের ঝুলিতে এবার সমকামী প্রেম, দুই নায়িকাকে নিয়ে তিলোত্তমায় পরিচালক

প্রিয়াঙ্কা শিলিগুড়ির সারদামণি বিদ্যাপীঠ ও দীপ্তি মহানন্দা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী । চলতি মাসেই দীপ্তির বিয়ে ঠিক হওয়ার পর থেকেই বিচ্ছেদের ভয়ে দিন কাটাচ্ছিল ওই কিশোরী যুগল । ছোটবেলা থেকেই দু'জনে একসঙ্গে থাকত । এদিন বিকেলেও প্রিয়াঙ্কার বাড়ি যাচ্ছি বলে জানায় দীপ্তি ৷ প্রিয়াঙ্কার বাড়িতে কেউ ছিল না ৷ বিকেল নাগাদ বাড়ির লোক ফিরে এসে দেখে দু'জনে একটি শাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ৷ এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় ।

এই বিষয়ে প্রিয়াঙ্কার দাদু অজত রায় বলেন, "আমি দিনমজুরের কাজ করি । বিকালে আমার মেজো নাতি ফোন করে সব জানায় ৷ কেন এরকম হল জানি না ।"

প্রতিবেশী নীলিমা রায় বলেন, "দুই বান্ধবীর দেহের পাশ থেকে একটা সুইসাইড নোট মিলেছে । সেখানে লেখা আছে তারা একে অপরকে ছাড়া থাকতে পারবে না ৷ কিন্তু চলতি মাসেই দীপ্তির বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তারা আত্মহত্যা করেছে ।"

আরও পড়ুন : সমকামী সম্পর্কের ধারণা বদলাতেই তৈরি 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'

Last Updated :Apr 4, 2022, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.