ETV Bharat / city

বিহারে পাচার করতে গিয়ে 17 লাখ টাকার মদ সহ গ্রেফতার 2 পাচারকারী

author img

By

Published : May 20, 2021, 4:47 PM IST

বুধবার রাতে ফুলবাড়ি টোলগেট এলাকায় নাকা চেকিং করছিল এনজেপি থানার পুলিশ । সেই সময় মেঘালয় থেকে বিহারগামী একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ মদের পেটি উদ্ধার হয় ৷ নাকা চেকিংয়ের সময় চালকের কাছে বৈধ নথি চায় পুলিশ ৷ কিন্তু, কোনও নথি চালক দেখাতে পারেননি ৷ এর পরেই গাড়ি সহ চালক ও তার সহকারীকে আটক করে পুলিশ ৷

Two smugglers arrested with liquor worth 17 lakh rupees in siliguri
বিহারে পাচার করতে গিয়ে 17 লাখ টাকার মদ সহ গ্রেফতার 2 পাচারকারী

শিলিগুড়ি, 20 মে : রাজ্যে কার্যত লকডাউন জারি করেছে প্রশাসন ৷ এই পরিস্থিতিতে পুলিশের নাকা চেকিং বড়সড় সাফল্য ৷ বিহারে পাচারের আগেই 17 লাখ টাকার চোরাই মদ উদ্ধার করল শিলিগুড়ি কমিশনারেটের এনজেপি থানার পুলিশ । জানা গিয়েছে, 713 পেটি মদ উদ্ধার হয়েছে । ঘটনায় 2 জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা হল ট্রাক চালক জিতেন্দ্রর সিং ও সহকারি সনু কুমার । দু‘জনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : বনগাঁয় কার্টুন কার্টুন মদ কেনার হিড়িক, স্বাস্থ্যবিধি শিকেয়

বুধবার রাতে ফুলবাড়ি টোলগেট এলাকায় নাকা চেকিং করছিল এনজেপি থানার পুলিশ । সেই সময় মেঘালয় থেকে বিহারগামী একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ মদের পেটি উদ্ধার হয় ৷ নাকা চেকিংয়ের সময় চালকের কাছে বৈধ নথি চায় পুলিশ ৷ কিন্তু কোনও নথি চালক দেখাতে পারেনি ৷ এর পরেই গাড়ি সহ চালক ও তার সহকারীকে আটক করে পুলিশ ৷ পরবর্তী সময়ে তাঁদের গ্রেফতার করা হয় ৷ পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় 17 লক্ষ 11 হাজার 200 টাকা। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় । পশ্চিমবঙ্গে কোভিডের কারণে কার্যত লকডাউন শুরু করেছে সরকার । সেখানে কিভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে বিভিন্ন রাজ্যর সীমানা পেরিয়ে বিহারে মদের কারবার করছে মাফিয়ারা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.