ETV Bharat / city

Siliguri Fraud Arrest: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভিনরাজ্য়ের 2

author img

By

Published : Jul 30, 2022, 6:32 PM IST

two men from Patna arrested near Siliguri town in Fraud Case
Siliguri Fraud Arrest: সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা ! শিলিগুড়িতে গ্রেফতার ভিনরাজ্য়ের 2

সেনাবাহিনীতে চাকরি (Indian Army Job) দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার পাটনার দুই বাসিন্দা ৷ শালবাড়ি থেকে তাঁদের পাকড়াও করে (Siliguri Fraud Arrest) শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের 'স্পেশাল অপারেশন গ্রুপ' (এসওজি) ৷

শিলিগুড়ি, 30 জুলাই: সেনাবাহিনীতে চাকরি (Indian Army Job) দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ৷ পুলিশের অভিযানে শিলিগুড়িতে গ্রেফতার (Siliguri Fraud Arrest) ভিনরাজ্যের দুই বাসিন্দা ৷ সেনার পোশাক পরনে থাকাকালীনই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের 'স্পেশাল অপারেশন গ্রুপ' (এসওজি)-এর হাতে পাকড়াও সঞ্জয় কুমার ও অনুজ কুমার নামে ওই দুই অভিযুক্ত ৷ তাঁরা দু'জনই বিহারের পটনার বাসিন্দা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ফাঁদে ফেলা হয় অমিত কুমার নামে উত্তরপ্রদেশের এক যুবককে ৷ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে শিলিগুড়ি নিয়ে আসা হয় ৷ এরপর তাঁর কাছ থেকে 3 লক্ষ টাকা দাবি করা হয় ৷ সেই মতো, ওই যুবক প্রথমে 25 হাজার টাকা দেন ৷ স্থির হয়, বাকি 2 লক্ষ 75 হাজার টাকা পরে দেবেন ৷ শুক্রবার সন্ধ্য়ায় শিলিগুড়ি শহর সংলগ্ন সুকনার শালবাড়ি এলাকায় এই লেনদেন হওয়ার কথা ছিল ৷ সেই খবর পৌঁছে যায় পুলিশের কাছে ৷

আরও পড়ুন: Financial Fraud: পুলিশের পরিচয় দিয়ে বৃদ্ধের লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার তিন

নির্দিষ্ট সময় শালবাড়ি পৌঁছে যান অমিত ৷ সঙ্গে ছিলেন তাঁর মা ৷ তাঁদের সঙ্গে সেনার পোশাক পরে দেখা করতে আসেন অভিযুক্ত অনুজ ও সঞ্জয় ৷ অমিত তাঁদের হাতে 2 লক্ষ 75 হাজার টাকা তুলে দিতেই তাঁরা তাঁকে কিছু নথি দেন ৷ সেই সময়েই ঘটনাস্থলে পৌঁছে যায় এসওজি (SOG) ৷ অনুজ ও সঞ্জয়কে গ্রেফতার করে তারা ৷ অমিতকে তাঁর টাকা ফিরিয়ে দেওয়া হয় ৷ অনুজ ও সঞ্জয় তাঁকে যে তাঁকে যে কাগজপত্র দিয়েছিলেন, পরে জানা যায়, সেগুলি আসলে সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ভুয়ো নথি !

ধৃতদের পরে প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেয় এওজি ৷ শনিবার অভিযুক্তদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ৷ তাঁদের 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ আদালত 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.