ETV Bharat / city

বোতলবন্দি তক্ষক-সহ পানিট্য়াঙ্কিতে গ্রেফতার দুই পাচারকারী

author img

By

Published : Jun 29, 2021, 8:33 PM IST

Two arrested for smuggling Gecko near Siliguri
বোতলবন্দি তক্ষক-সহ পানিট্য়াঙ্কিতে গ্রেফতার দুই পাচারকারী

তক্ষক পাচারের অভিযোগে গ্রেফতার দুই ৷ শিলিগুড়ি লাগোয়া পানিট্যাঙ্কি সীমান্তের ঘটনা ৷ বোতলবন্দি তক্ষক-সহ দুই পাচারকারীকে পাকড়াও করেন এসএসবি জওয়ানরা ৷ পরে তাদের বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷

শিলিগুড়ি, 29 জুন : তক্ষক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করলেন সশস্ত্র সীমা বলের (SSB) জওয়ানরা ৷ সোমবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালান এসএসবি-র 41 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ তখনই এই দু’জনকে পাকড়াও করা হয় ৷ ধৃতরা হল ভীম বিশ্বকর্মা ও তার সঙ্গী বিধান মিত্র ৷

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্তে 34 লাখ টাকার সোনা-সহ ধৃত 1 পাচারকারী

সূত্রের খবর, পানিট্যাঙ্কি এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্কুটারে চড়ে ঘোরাঘুরি করতে দেখেন এসএসবি জওয়ানরা ৷ এরপর তাদের তাড়া করে ধরে ফেলেন বাহিনীর সদস্যরা ৷ তল্লাশি চালানো হয়ে স্কুটারটিতে ৷ স্কুটারের ভিতর থেকে উদ্ধার হয় একটি বোতলবন্দি তক্ষক ৷ এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নকশালবাড়ি ব্লকের স্কুলডাঙ্গির বাসিন্দা ভীম বিশ্বকর্মা ৷ এবং ওই ব্লকেরই সাতভাইয়া এলাকার বাসিন্দা বিধান মিত্র ৷

এসএসবির জওয়ানরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, উদ্ধার হওয়া ওই তক্ষকটি সীমান্ত পার করে নেপালে পাচারের ছক ছিল ধৃতদের ৷ কিন্তু তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয় ৷ পাচারে ব্যবহৃত স্কুটারটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন

এসএসবি-র 41 নম্বর ব্যাটেলিয়নের কমানড্যান্ট সুভাষ নেগি এই প্রসঙ্গে বলেন, ‘‘চিনের কালোবাজারে তক্ষকের ভালো চাহিদা রয়েছে ৷ নেপাল হয়ে ওই তক্ষক চিনে পাচার করা হত ৷ পরবর্তী তদন্তের জন্য ধৃতদের নকশালবাড়ি বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, জড়িত থাকলে তারা কারা, সেইসব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.