ETV Bharat / city

Dengue in Siliguri: চা শ্রমিকের মৃত্যু, শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

author img

By

Published : May 19, 2022, 10:32 AM IST

tea worker dies, dengue spreading fast in Siliguri
চা শ্রমিকের মৃত্যু, শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

করোনার পর এ বার ডেঙ্গির থাবা (Dengue in Siliguri)। শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়িবাড়ির এক চা বাগান শ্রমিকের (tea worker dies)। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা (dengue spreading fast in Siliguri)৷

শিলিগুড়ি, 19 মে: করোনার পর এ বার জেলায় ডেঙ্গির থাবা (Dengue in Siliguri)। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলায় আতঙ্ক ছড়িয়েছে । পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা । ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য দফতর (dengue spreading fast in Siliguri)।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ির বাসিন্দা রোহিত খালকো নামে এক চা বাগান শ্রমিকের (tea worker dies)। তিনি 8 এপ্রিল মেডিক্যাল কলেজে জ্বর ও বমি নিয়ে ভর্তি হয়েছিলেন । এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তিনজন রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন । তাঁদের মধ্যে দুজন জলপাইগুড়ি জেলার মালবাজার ও আরেকজন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বাসিন্দা । ওই তিনজনকে ফিভার ক্লিনিকে ভর্তি রাখা হয়েছে ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "একজন রোগীর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । তার ডেঙ্গির রিপোর্ট পজিটিভ এসেছে । বাকি যে তিনজন চিকিৎসাধীন রয়েছেন তাঁরা সুস্থ হয়ে উঠেছেন ।"

আরও পড়ুন: Health meeting to control Dengue Malaria: শহরে ডেঙ্গি-ম্যালেরিয়া নিয়ন্ত্রণে শুরু হচ্ছে বরো ভিত্তিক বৈঠক

এ দিকে, ডেঙ্গির সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডেঙ্গির সেরোটাইপ (প্রজাতি) শনাক্ত করার উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর । সে জন্য হাসপাতালে পরিকাঠামো গড়া হবে । উত্তরবঙ্গে প্রথম ওই ধরনের পরীক্ষার সুবিধা পাওয়া যাবে । ইতিমধ্যে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় দু দিনব্যাপী ‘ডেঙ্গি ও ম্যালেরিয়া কেস ম্যানেজমেন্টের বিষয়ে মেডিক্যাল অফিসার এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ দিয়েছেন স্বাস্থ্য আধিকারিক তথা চিকিৎসক অসিত বিশ্বাস । ওই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অফিসার অন স্পেশাল ডিউটি অজয় চক্রবর্তী, উত্তরবঙ্গের জনস্বাস্থ্যের ওএসডি সুশান্ত রায় ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিভূতি সাহা ।

শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গি

মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধীনে ভাইরাস গবেষণা ও ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (ভিআরডিএল) ওই পরীক্ষা হবে । এতদিন পর্যন্ত ডেঙ্গির নমুনাগুলি কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজেস এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন (এসটিএম)-এ পাঠানো হত । তবে এ বারে উত্তরবঙ্গের সব জেলা থেকে নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসবে । স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য অধিকর্তা অসিত বিশ্বাস জানিয়েছেন, “আমরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডেঙ্গি সেরোটাইপ শনাক্তকরণ সুবিধা শুরু করতে প্রস্তুত । শনাক্তকরণের জন্য উত্তরবঙ্গের জেলাগুলি থেকে নমুনাগুলি এখানে পাঠানো হবে । রাজ্য সরকার তহবিল মঞ্জুর করেছে, কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে ।”

আরও পড়ুন: Kolkata Municipal Corporation : মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সক্রিয় ভূমিকা চায় কলকাতা পৌরনিগম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.